• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফিরিয়ে আনুন ‘পান্ডব গোয়েন্দা’! সোশ্যাল মিডিয়ায় নিজেদের দাবি জানিয়ে সরব জি বাংলার দর্শকেরা

সারাদিনের ক্লান্তি মিটিয়ে মা ঠাকুমা কাকিমাদের বিনোদন বলতে সন্ধ্যে বেলায় সিরিয়ালকেই বোঝায়। নানান চ্যানেলে নানান গল্পের সিরিয়াল রয়েছে যার মধ্যে কিছু সিরিয়াল দর্শকদের মনে গেঁথে যায়। কখনো সিরিয়ালের কাহিনী তো কখনো সিরিয়ালের চরিত্রদের দুর্দান্ত অভিনয় মানুষের মন জয় করে নেয়। এমনি অনেক সিরিয়ালই চলেছে টেলিভিশনের পর্দায়, যাদের মধ্যে একটি হল পান্ডব গোয়েন্দা (Pandob Goyenda)। ছোট বেলার প্রায় গন্যেন্দা গল্প টিভির পর্দায় দেখানোর এই প্রয়াস ব্যাপক সাড়া পেয়েছিল।

গতবছর অর্থাৎ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে পথ চলা শুরু করেছিল পান্ডব গোয়েন্দা। জি বাংলার পর্দায় সন্ধ্যে নামলেই দেখা যেত পান্ডব গোয়েন্দা সিরিয়াল। সিরিয়ালে বাবলু চরিত্রে ছিলেন রব দে, বিলুর চরিত্রে অভিনয় করেছিলেন ঋষভ চক্রবর্তী। এছাড়াও ভোম্বলের চরিত্রে ময়ূখ চ্যাটার্জী, বাচ্চুর চরিত্রে অনুমিতা দত্ত আর বিচ্ছুর চরিত্রে ছিলেন শ্রীতমা মিত্র। একেরপর এক রহস্য সমাধান করা দেখানো হচ্ছিল সিরিয়ালে। প্রথম প্রথম সিরিয়ালের জনপ্রিয়তাও বেশ ছিল।

   

Return Pandob Goyenda Season 2

কিন্তু মাঝের দিকে সিরিয়ালের জনপ্রিয়তা কমতে থাকে টিআরপি রেটিং অনুযায়ী। যেকোনো সিরিয়ালের ভাগ্য নির্ধারণ করে এই টিআরপি রেটিং। আর সেই রেটিংয়ের তালিকায় নিচের দিকে নামতে শুরু করেছিল পান্ডব গোয়েন্দা। তাছাড়া মাঝে আসল গোয়েন্দা কাহিনীকে বিকৃত করে প্রেমের পর্ব ঢোকানোর জন্য বিতর্ক দানা বেঁধেছিল সিরিয়ালটি নিয়ে। শেষমেশ মাত্র ১৫০ পর্বের পরেই সিরিয়ালটি বন্ধ হয়ে গিয়েছিল। এবছর অর্থাৎ ২০২১ এর ১৫ই এপ্রিল শেষ সম্প্রচারিত হয়েছিল পান্ডব গোয়েন্দা।

Return Pandob Goyenda Season 2

কিন্তু সিরিয়াল বন্ধ হলেও দর্শকদের মনে কিন্তু এখনো পান্ডব গোয়েন্দার স্মৃতি রয়ে গিয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মানুষ নিজেদের মনের কথা শেয়ার করতে ও প্রতিবাদ করতে শিখেছে। তাই জি বাংলার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে বর্তমানে পান্ডব গোয়েন্দাকে ফেরাতে হবে এই দাবিতে সেচ্চার হয়েছেন দর্শকেরা।

Return Pandob Goyenda Season 2

জি বাংলার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজের পোস্টের কমেন্ট বক্সে দেখা গেল সেই ছবি। একাধিক নেটিজেনরা পান্ডব গোয়েন্দা শুরু করার দাবি জানিয়েছেন। তো কেউ আবার জাস্টিস ফর পান্ডব গোয়েন্দা পার্ট ২ বলে স্লোগান তুলেছেন। প্রসঙ্গত, কিছুদিন আগে শ্রীময়ী সিরিয়ালের টাইম স্লট চেঞ্জ করার সময়েও এধরণের প্রতিক্রিয়া দেখা গিয়েছিল দর্শকদের মধ্যে।

site