• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই, খড়ি সাবধান! জি বাংলার পর্দায় ভিন্ন স্বাদের প্রেমকাহিনী নিয়ে আসছে ‘খেলনা বাড়ি’

Published on:

Zee Bangla New Serial Khelna Bari Promo

বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদনের খিদে মেটায় সিরিয়াল। জি বাংলা (Zee Bangla) থেকে ষ্টার জলসা সহ একাধিক চ্যানেলে একাধিক  সিরিয়াল রয়েছে দর্শকদের বিনোদনের জন্য। তবে এবার জি বাংলার পর্দায় আসছে আরও একটু নতুন সিরিয়াল। মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তাকেও টেক্কা দিতে পারে এই ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) সিরিয়াল।

ইতিমধ্যেই নতুন সিরিয়ালের একটা প্রমো ভিডিও রিলিজ হয়েছে। যেখানে দেখা যাচ্ছে হিরো হচ্ছে বড়লোক ব্যবসায়ী বাড়ির দেমাগী ছেলে ইন্দ্র। আর অন্যদিকে গ্রাম বাংলার অতিসাধারণ এক পুতুল বিক্রেতা। তবে দেখতে সাধারণ হলেও তাঁর কিন্তু বুদ্ধির জোর বেশ। নিজের হাতে পুতুল তৈরী করে বিক্রি করে মিতুল, পুতুল গুলোই তার কাছে নিজের পরিবারের মত।

Khelna Bari Serial

প্রোমো ভিডিও দেখে যতটুকু বুঝা যাচ্ছে, নায়কের আগেও একটা বিয়ে হয়ে গিয়েছিল। কিন্তু সেই বিয়েতে বড়ই তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাঁর। তাই অতীতকে ভুলে যেতে চাইছে সে, আর মেয়েদের প্রতিও সম্মানবোধ টুকু হারিয়েছে সে। এদিকে নিজের মনের কষ্ট কারোর সাথে ভাগাভাগিও করতে চায় না সে। অন্যদিকে হাসিখুশী মিতুল গরিব হলেও নিজের পুতুলদের নিয়ে দিব্যি সুখে রয়েছে।

এই সিরিয়ালের হাত ধরেই ফিরবেন ‘কে আপন কে পর’ সিরিয়ালের নায়ক বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh)। সাথে তাঁর বিপরীতে থাকবে অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। বড়লোক ইন্দ্র গ্রামের মাঠে হোটেল তৈরী করতে চায়। সেখানেই পুতুল বিক্রি করে মিতুল। সবাই জমি দিয়ে দিলেও নিজের খেলনা পুতুল বিক্রি করার জায়গা ছাড়তে একেবারেই রাজি নয় সে। তাই শুরুতেই দুজনের মধ্যে একপ্রকার যুদ্ধ আবহ তৈরী হয়েছে।

ইন্দ্র এগ্রিমেন্টের কাগজ নিয়ে মিতুলের কাছে গেলে সেটা দিয়ে এরোপ্লেন বানিয়ে উড়িয়ে দেয় সে। এই দেখে চটে গিয়েছে নায়ক ইন্দ্র। অর্থাৎ রাজি বদমেজাজি নায়কের সাথে গ্রামের হাসিখুশি তবে বুদ্ধিমতী নায়িকার প্রেমকাহিনী নিয়েই হাজির হতে চলেছে নতুন এই সিরিয়াল। নতুন প্রোমোকে ঘিরেও বেশ আগ্রহ বেড়েছে নেটিজেনদের। এখন অপেক্ষা সিরিয়ালের দিনক্ষণ ঘোষণার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥