• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাঁপানি নিয়ে বক্সিং হল না ‘ফুলকি’র, ‘মিঠাই’র বদলে আসার আগেই বন্ধের মুখে নতুন সিরিয়াল!

Published on:

Zee Bangla upcoming serial Fulki shoot reportedly got delayed, Mithai got a new life

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে (Television) সম্প্রচারিত সবচেয়ে পুরনো ধারাবাহিক (Serial) হল ‘মিঠাই’ (Mithai)। গত প্রায় আড়াই বছর ধরে দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে আসছে জি বাংলার (Zee Bangla) এই সিরিয়াল। তবে মাস খানেক ধরে শোনা যাচ্ছিল, চলতি মাসেই পথচলা শেষ হবে মিঠাই-সিদ্ধার্থের। সেই জায়গায় সন্ধ্যা ৬টার স্লটে শুরু হবে নতুন ধারাবাহিক ‘ফুলকি’ (Fulki)।

দীর্ঘ আড়াই বছর ধরে টেলিভিশনের পর্দায় মিঠাই-সিদ্ধার্থদের দেখাটা অনেক দর্শকের কাছেই অভ্যাসের মতো হয়ে গিয়েছিল। শুধুমাত্র ধারাবাহিকের চরিত্র নয়, তাঁরা হয়ে উঠেছিলেন বাড়ির সদস্য। তাই স্বাভাবিকভাবেই সিরিয়াল শেষের খবর চাউর হওয়ায় তাঁদের মন বেশ খারাপ হয়ে গিয়েছিল। তবে এবার যে খবর সামনে আসছে তাতে কিন্তু তাঁদের মন ভালো হয়ে যাবে।

Zee Bangla’s Mithai is reportedly ending in April, take a look at last telecast date

একদিকে যখন দর্শকদের একাংশ বলছে, শীঘ্রই ‘মিঠাই’য়ের পথচলায় ইতি পড়বে, আর এক পক্ষ সেকথা মানতে নারাজ। তাঁদের মতে, কিছুতেই এই জনপ্রিয় সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নেবে না চ্যানেল কর্তৃপক্ষ। কারণ হিসেবে বলা হচ্ছে, এখনও পর্যন্ত সন্ধ্যা ৬টার স্লট লিডার এই সিরিয়াল। তাই এত সাফল্যমণ্ডিত একটি ধারাবাহিকের ঝাঁপ ফেলার মতো বোকামি কিছুতেই সম্প্রচারকারী চ্যানেল করবে না।

ওদিকে আবার অনেকের মত, ‘তোমার খোলা হাওয়া’, ‘ইচ্ছে পুতুল’, ‘সোহাগ জল’এর মতো অনেক সিরিয়ালের টিআরপি ‘মিঠাই’য়ের থেকে কম। তাহলে সেগুলি বন্ধ করার সিদ্ধান্ত না নিয়ে, ‘মিঠাই’কে নিয়ে এমন গুঞ্জন কেন বারবার শোনা যাচ্ছে? এক্ষেত্রে আবার উঠে আসছে গিল্ডের একটি নিয়মের কথা।

Mithai serial Siddhartha AKA Adrit Roy got injured, actor himself shared health update

আগে জানা গিয়েছিল গিল্ডের নিয়মানুযায়ী, চ্যানেলের নিজস্ব প্রযোজনা সংস্থা থাকলে, তারা একসঙ্গে সর্বাধিক ৩টি ধারাবাহিক প্রযোজনা করতে পারবে। এই মুহূর্তে জি বাংলার নিজস্ব প্রযোজনা সংস্থার ৩টি ধারাবাহিক চলছে। সেই ৩ ধারাবাহিক হল, ‘নিম ফুলের মধু’, ‘মিঠাই’ এবং ‘খেলনা বাড়ি’। অপরদিকে আসন্ন সিরিয়াল ‘ফুলকি’ও চ্যানেলের নিজস্ব প্রযোজনা সংস্থার সিরিয়াল। তাই শোনা যাচ্ছিল, ‘খেলনা বাড়ি’ এবং ‘নিম ফুলের মধু’র টিআরপি যেহেতু ভালো, তাই ‘ফুলকি’কে জায়গা করে দিতে ‘মিঠাই’ শেষ করে দেওয়া হবে।

Fulki, Fulki serial

তবে ‘মিঠাই’ যেহেতু ক্রমাগত স্লট লিডার হচ্ছে, তাই এখন হয়তো চ্যানেল সিরিয়াল বন্ধ করার সিদ্ধান্ত নেবে না। অপরদিকে ‘ফুলকি’র প্রোমো প্রকাশ্যে আসলেও শ্যুটিং এখনও শুরু হয়নি। শোনা গিয়েছিল, ১এপ্রিল থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে তা হয়নি। নতুন এই সিরিয়াল কবে শুরু হবে তা এখনও কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। সেই জন্যশুরুর আগেই ‘ফুলকি’র ভবিষ্যৎ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। এবার দেখা যাক, কবে থেকে শুরু হয় এই সিরিয়াল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥