• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেঙ্গল টপার হয়েও পোড়া কপাল! বক্সার ফুলকি আসতেই স্লটহারা ‘গৌরী এলো’

Published on:

Zee Bangla TRP Topper Gouri Elo slot changed due to New Serial Phulki

বাংলা সিরিয়ালের (Bengali Seial) জগতে টিআরপির (TRP) লড়াইয়ে কেউ কাউকে এক চুলও জায়গা ছাড়তে রাজি নয়।  আজ অর্থাৎ বৃহস্পতিবার সবাইকে অবাক করে দিয়ে বাংলার বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘জগদ্ধাত্রী’কে হারিয়ে সেরা সিংহাসন দখল করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) ‘গৌরী এলো’ (Gouri Elo)।

কিন্তু দুঃখের বিষয় ঈশান-গৌরীর এই আনন্দের দিনেই স্লট হারা হল গোটা ঘোষাল পরিবার। যার ফলে আগামী ১২ই জুন থেকে গৌরী এলোর স্লটে সম্প্রচারিত হবে হবে নতুন সিরিয়াল ‘ফুলকি’ (Phulki)। ওই একইদিনে একই স্লটে ‘মেয়েবেলা’র স্লট ছিনিয়ে নিয়ে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে অন্বেষা হাজরার নতুন সিরিয়াল ‘সন্ধ্যাতারা’ (Sondhaytara)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নতুন সিরিয়াল,New Serial,ফুলকি,Phulki,গৌরী এলো,Gouri Elo,নতুনটাইম স্লট,New Time Slot,ঘোষণা,Announced

তবে গৌরী এলোর এমন আনন্দের দিনে স্লটহারা হওয়ায় চ্যানেল কর্তৃপক্ষের ওপর বেজায় রেখে গিয়েছেন দর্শকদের একটা বড় অংশ। তাই সোশ্যাল মিডিয়ায় ট্রোল করে কেউ লিখেছেন ‘গৌরী এলোর সঙ্গে অন্যায় করল জি কাকু’। আবার কেউ লিখেছেন ‘স্টুপিড চ্যানেল’।

তবে অনেকে আবার মনে করছেন জি কাকু এতটাও বোকা নয়! আসলে গৌরী এলোর স্লট পাল্টানোর পিছনেও রয়েছে তাঁদের বিশেষ স্যাটেজি। আসলে ওই একই স্লটে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয় ভক্তিমূলক সিরিয়াল ‘রামপ্রসাদ’। তাই এই সিরিয়ালকে টেক্কা দিতেই  এবার থেকে মিঠাইয়ের জায়গায় আনা হচ্ছে জি বাংলার ভক্তিমূলক সিরিয়াল গৌরী এলো।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নতুন সিরিয়াল,New Serial,ফুলকি,Phulki,গৌরী এলো,Gouri Elo,নতুনটাইম স্লট,New Time Slot,ঘোষণা,Announced

পাশাপাশি প্রতিপক্ষ চ্যানেলের নতুন সিরিয়াল সন্ধ্যাতারার প্রতিপক্ষ হিসেবে জি বাংলা বেছে নিয়েছে তাদের নতুন সিরিয়াল ফুলকিকে। এখন দেখার আগামী দিনে টিআরপির ময়দানে বক্সার দিদি ফুলকি কতটা এগিয়ে থাকতে পারে স্টার জলসার ‘সন্ধ্যাতারা ‘থেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥