• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালে প্রথমবার ভেন্ট্রিলোকুইস্টের কাহিনী! রইল ‘তোমার খোলা হাওয়া’র তারকাদের নাম ও আসল পরিচয়

Published on:

Tomar Khola Hawa,Tomar Khola Hawa serial,Tomar Khola Hawa casting,Tomar Khola Hawa serial casting,Subhankar Saha,Swastika Dutta,Arpita Mukherjee,Bengali serial,entertainment,তোমার খোলা হাওয়া,তোমার খোলা হাওয়া সিরিয়াল,তোমার খোলা হাওয়া কাস্টিং,তোমার খোলা হাওয়া সিরিয়াল কাস্টিং,বাংলা সিরিয়াল,বিনোদন

বাংলার বিনোদনমূলক চ্যানেলগুলিতে এখন যেন নতুন সিরিয়াল (Serial) শুরুর হিড়িক পড়েছে। একের পর এক নতুন সিরিয়াল শুরু হচ্ছে এবং এর ফলে কপাল পুড়ছে পুরনো সিরিয়ালগুলির। বছর শেষের আগেই যেমন শুরু হচ্ছে বেশ কয়েকটি নতুন সিরিয়াল। এমনই একটি ধারাবাহিক হল জি বাংলার ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa)।

আগামী ১২ ডিসেম্বর থেকে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে এই সিরিয়াল। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টেলিভিশনের দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীকে। আগামী সোমবার থেকে ‘এই পথ যদি না শেষ হয়’এর স্লটে অর্থাৎ রাত ৯:৩০ থেকে শুরু হবে এই সিরিয়ালটি।

Swastika Dutta's upcoming new serial Khola Haowa's promo on air

‘তোমার খোলা হাওয়া’র প্রোমো প্রকাশ্যে আসার পরই দেখা গিয়েছে, এই ধারাবাহিকের গল্পটি বেশ অন্য রকমের হতে চলেছে। নিয়ম মেনে চলা একজন ব্যক্তি এবং নিয়ম ভাঙতে ভালোবাসা এক মেয়ের গল্প দেখানো হবে এই সিরিয়াল। দর্শকদের একাংশ আবার বলছেন, এই সিরিয়ালটি নাকি জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘গুড্ডন তুমসে না হো পায়েগা’র বাংলা রিমেক। সেসব অবশ্য শুরু হলেই বোঝা যাবে। এবার একটু সিরিয়ালে কাস্টিং দেখে নেওয়া যাক। কারণ এই এক সিরিয়ালে বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় মুখকে দেখা যাবে।

Tomar Khola Hawa casting

স্বস্তিকা দত্ত (Swastika Dutta)- তালিকার প্রথম নামটিই হল জনপ্রিয় টেলি অভিনেত্রী স্বস্তিকার। কারণ ‘তোমার খোলা হাওয়া’য় নায়িকার চরিত্রে দেখা যাবে তাঁকে। ‘ভজ গোবিন্দ’, ‘কী করে বলব তোমায়’এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করা স্বস্তিকাকে ‘তোমার খোলা হাওয়া’য় নামভূমিকায় দেখা যাবে।

Swastika Dutta in Tomar Khola Hawa

শুভঙ্কর সাহা (Subhankar Saha)- শুধুমাত্র নায়িকার চরিত্রেই নয়, নায়কের চরিত্রেও দেখা যাবে বাংলা টেলিভিশনের এক জনপ্রিয় অভিনেতাকে। তিনি হলেন শুভঙ্কর সাহা। ‘তুমি রবে নীরবে’, ‘জড়োয়ার ঝুমকো’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করা শুভঙ্করকে ‘তোমার খোলা হাওয়া’য় বেশ কঠোর এক ব্যক্তির চরিত্রে দেখা যাবে।

Subhankar Saha in Tomar Khola Hawa

অর্পিতা মুখার্জি (Arpita Mukherjee)- ‘মিঠাই’ ধারাবাহিকে পিপির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অর্পিতা। তবে মাঝপথেই সেই ধারাবাহিক ছেড়ে দিয়েছেন তিনি। এবার ‘তোমার খোলা হাওয়া’র হাত ধরে ফের পর্দায় ফিরছেন তিনি।

Mithai serial Pipi actress Arpita Mukherjee is making a comeback with Tomar Khola Hawa

দিয়া চক্রবর্তী (Diya Chakraborty)– বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন দিয়া। ‘করুণাময়ী রানী রাসমণি’তে পদ্মমণির চরিত্রে অভিনয় করে আদায় করেছিলেন ব্যাপক জনপ্রিয়তা। এবার সেই অভিনেত্রীকেই ‘তোমার খোলা হাওয়া’য় দেখা যাবে। নায়কের এক বৌমার চরিত্রে অভিনয় করবেন দিয়া।

Diya Chakraborty in Tomar Khola Hawa

যদিও শুধুমাত্র এই ৪ শিল্পীই নয়, আরও অনেক জনপ্রিয় টেলি অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে ‘তোমার খোলা হাওয়া’য়। প্রোমোতেই দেখা গিয়েছে বেশ কয়েকজন শিল্পীকে।

Tomar Khola Hawa casting

তবে প্রোমোয় ধারাবাহিকের সম্পূর্ণ কাস্টিং দেখানো সম্ভব নয়, একথা দর্শকরাও জানেন। তাই এবার সিরিয়ালে আর কোন কোন জনপ্রিয় টেলি শিল্পী অভিনয় করছেন তা জানার জন্য আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥