• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আজগুবি গল্পের জেরে শেষের পথে যমুনা ঢাকি! ‘গৌরী’ আসতেই বড়সড় পরিবর্তন টাইম স্লটে, রইল তালিকা

সত্যি বলতে প্রতিটা বাঙালি বাড়িতেই সন্ধ্যে মানেই টিভির পর্দায় রকমারি সিরিয়াল। তুলসী তলায় সন্ধ্যে বাতি দিয়েই মা, কাকিমা, এবং পরিবারের অন্যান্য সদস্যরা মিলে বসে যায় টিভির সামনে। একেক সময় একেকটা সিরিয়ালের উপর দর্শকদের মন মজে। জি বাংলার ধারাবাহিক ‘যমুনা ঢাকি’ অনেক দিন ধরনের ধরেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। কিন্তু বহুবার এই সিরিয়ালের আজগুবি গল্প দেখে তিতিবিরক্ত হয়েছেন দর্শকেরা। উঠেছে সিরিয়াল বন্ধের দাবিও।

এবার নেটিজেনদের সেই দাবিই কার্যত সত্যি হতে চলেছে। জি বাংলার টাইম স্লটে হতে চলেছে বড়সড় পরিবর্তন। ‘গৌরী এলো’ কে জায়গা ছেড়ে দিয়ে প্রাইম স্লট থেকে সরে দাঁড়াচ্ছে যমুনা ঢাকি। TRP তালিকায় পিছনে পড়ে যাওয়ার জেরেই যমুনা ঢাকির স্লট পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা, তবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই কেননা এখনি শেষ হচ্ছেনা ধারাবাহিক।

   

গৌরী এলো,যমুনা ঢাকি,টলিউড,বাংলা সিরিয়াল,Gouri elo,jamuna Dhaki,tollywood,bengali serial,new slot,zee bangla

শ্বেতা রুবেলের এই ধারাবাহিক প্রাইম স্লট থেকে সরিয়ে রাতে দেওয়া হল। নতুন সম্প্রচারের সময় অনুযায়ী এখন থেকে যমুনা ঢাকি দেখা যাবে রাত ১০.৩০ টায়। এই সময়ে আগে সম্প্রচার হত ‘জীবন সাথী’, এই ধারাবাহিক শেষ হয়ে অবশেষে তার জায়গায় দেখা যাবে যমুনা ঢাকি।

যমুনা ঢাকি নিয়ে দর্শকদের অভিযোগ এই সিরিয়ালের কোনোও নতুনত্ব নেই। গল্পের গোরু মাঝে মাঝেই গাছে তুলে দেওয়া হয়, অথবা আজগুবি নানান কান্ড কারখানা দেখানো হয়, তাই অনেকদিন ধরেই এই ধারাবাহিক বন্ধের দাবি উঠেছিল।

Zee Bangla New Serial Gouri Elo promo video with probable time slot

এদিকে TRP এর লড়াইয়ে টিকে থাকতে জি বাংলার নতুন বাজি হতে চলেছে ‘গৌরী এলো’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের প্রথম প্রোমো। যা দেখে এখন থেকেই রীতিমতো উচ্ছসিত ভক্তরা। গৌরী এলো-র প্রোমো আসতেই দেখা মিলল এক ঝাঁক পরিচিত অভিনেতা অভিনেত্রীর। তবে গৌরী অর্থাৎ প্রধান নায়িকার ভূমিকায় যাকে দেখা গেল তার মুখ দেখে চেনা চেনা লাগলেও অনেকেই চিনে উঠতে পারছেন না আসলে কে তিনি। প্রসঙ্গত এই নবাগতা নায়িকা আর কেউ নন, তিনি হলেন জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের প্রতিযোগি মোহনা মাইতি (Mohana Maiti)। এই নতুন ধারাবাহিক দেখা যাবে ৭.৩০ টা থেকে।