• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রিয় তারকাদের নাচে গানে জমে যাবে রবিবারের সন্ধ্যা, রইল সোনার সংসার অ্যাওয়ার্ড-এর আগাম ছবি

Published on:

সোনার সংসার অ্যাওয়ার্ড,Sonar Songshar Award,জি বাংলা,Zee Bangla,টিভি সিরিয়াল,TV Serial,টেলি অভিনেতা,Tele Actor,নাচ,Dance,গান,Music

দেখতে দেখতে এসেই গেল বাংলার সিরিয়াল প্রেমী দর্শকদের বহু প্রতীক্ষিত অ্যাওয়ার্ড শো অর্থাৎ জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড (Sonar Songshar Award)। আজ অর্থাৎ ২৭ মার্চ বিকেল পাঁচটা থেকে প্রত্যেকের বাড়ির ড্রয়িং রুমে কার্যত বসতে চলেছে চাঁদের হাট। তাই আজই টিভি সিরিয়ালের প্রিয় তারকাদের সোনায় মোড়া সেই বাঙালিয়ানার স্বাদ নিতে চলেছে গোটা বাংলা। টিভির পর্দায় চোখ ধাঁধানো এই পর্ব দেখার জন্য সেই কবে থেকে রীতিমতো হাপিত্যেশ করে বসে আছেন দর্শকরা।

রেডকার্পেটে ধারাবাহিকের প্রিয় তারকাদের নজরকাড়া লুক দেখে এখন থেকেই রীতিমতো উচ্ছসিত হয়ে পড়েছেন দর্শক। ধারাবাহিকের প্রিয় চরিত্রদের একের পর মন মাতানো নাচ,গান, সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রয়েছে একের পর এক নিত্যনতুন চমক। জমকালো এই অ্যাওয়ার্ড শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বাংলার দুই জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরা।

সোনার সংসার অ্যাওয়ার্ড,Sonar Songshar Award,জি বাংলা,Zee Bangla,টিভি সিরিয়াল,TV Serial,টেলি অভিনেতা,Tele Actor,নাচ,Dance,গান,Music

বাংলার এই দুই জনপ্রিয় সুপারস্টারের মন ভালো করে দেওয়া সঞ্চালনাই শুধু নয় সেইসাথে থাকবেন বড়পর্দার আরও তারকা জুটি। এদিন সোনার সংসারের মঞ্চে জুটি বেঁধে নাচ করতে দেখা যাবে সেলিব্রেটি জুটি বনি এবং কৌশানী কে। সেইসাথে থাকবে ছোটপর্দার উমা-অভি থেকে শুরু উর্মিলা সাত্যকি সহ আরও একাধিক তারকা জুটির চোখ ধাঁধানো সব পারফরমেন্স।

সোনার সংসার অ্যাওয়ার্ড,Sonar Songshar Award,জি বাংলা,Zee Bangla,টিভি সিরিয়াল,TV Serial,টেলি অভিনেতা,Tele Actor,নাচ,Dance,গান,Music
শুধু নাচ নয় এদিন গান দিয়েও সোনার সংসারের মঞ্চে সুরের ঝংকার তুলতে হাজির থাকবেন বাংলার জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর, জোজো, সুরজিৎ চট্টোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। পাশাপাশি নাচের তালে মেতে উঠবেন মিঠাই, পিলু গৌরী, অপু, উমা, যমুনা ঝিলম,প্রিয়ম সহ আরও অনান্য ধারাবাহিকের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা।

সোনার সংসার অ্যাওয়ার্ড,Sonar Songshar Award,জি বাংলা,Zee Bangla,টিভি সিরিয়াল,TV Serial,টেলি অভিনেতা,Tele Actor,নাচ,Dance,গান,Music
এছাড়া দিনের সন্ধ্যায় সিরিয়াল সর্বজয়া থেকে অভিনেত্রী দেবশ্রী রায় ছাড়াও ইন্দ্রাণী হালদার, ঊষসী চক্রবর্তী, অদিতি চট্টোপাধ্যায়কে দেখা যাবে। এদিনের এই জমকালো সন্ধ্যায় হাজির ছিলেন, এককালে টেলিভিশনের জনপ্রিয় জুটি ঐন্দ্রিলা সেন, বিক্রম চট্টোপাধ্যায়। হাজির থাকবেন মনামী ঘোষ, পায়েল সরকার, সন্দীপ্তা সেন। তবে শুধু বিনোদন জগতের মানুষরাই নন, এদিনে মঞ্চ আলোকিত করতে দেখা যাবে বাংলা রাজনীতির অন্যতম ‘কালারফুল বয়’ মদন মিত্র সহ অরূপ বিশ্বাস এবং দেবাংশু চট্টোপাধ্যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥