• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই-পর্ণা নাকি জগদ্ধাত্রী, ‘সোনার সংসার’এ সেরা কারা? প্রকাশ্যে এল সম্প্রচারের দিনক্ষণ

প্রত্যেক বছর জি বাংলার (Zee Bangla) তরফ থেকে ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’এর (Sonar Songsar Award) আয়োজন করা হয়। প্রত্যেকটি সিরিয়ালের কলাকুশলীদের পুরস্কৃত এবং তাঁদের কাজের জন্য উৎসাহ প্রদান করার জন্য এই অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে। চলতি বছরও ব্যতিক্রম হয়নি। জি বাংলার প্রত্যেকটি সিরিয়ালের কলাকুশলী এবং টলিপাড়ার একাধিক তারকাদের নিয়ে আয়োজিত হয়ে গেল ‘সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩’ (Sonar Songsar Award 2023)।

বাংলা সিরিয়ালপ্রেমী মানুষদের কাছে এই দিনটির গুরুত্ব প্রচুর। কারণ এই অনুষ্ঠানেই তাঁদের প্রিয় তারকাদের হাতে ওঠে সেরার সেরা সম্মান। চলতি বছর ‘সোনার সংসার’এর প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে অনুষ্ঠানটি ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠেছিল। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ্যে এল অনুষ্ঠানটি সম্প্রচারের দিনক্ষণ।

   

Sonar Songsar Award 2023, Sonar Songsar Award 2023 telecast date

‘সোনার সংসার’এর প্রোমো শ্যুট করার পাশাপাশি ভোটদান প্রক্রিয়াও সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে খবর। এরপর শুধুমাত্র সকল তারকাদের নিয়ে আসল অনুষ্ঠানটি আয়োজিত হওয়ার অপেক্ষা ছিল। এবার সেই অপেক্ষারও অবসান হল। কারণ জানা গিয়েছে, গতকাল অর্থাৎ ৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে চলতি বছরের ‘সোনার সংসার’ অ্যাওয়ার্ড।

এখন নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে কারা পেলেন সেরার সেরা পুরস্কার? তাহলে জানিয়ে রাখি, প্রত্যেক বছরের মতো চলতি বছরও সেরা নায়ক, সেরা নায়িকা, সেরা খলনায়িকা, প্রিয় বৌমা, প্রিয় শাশুড়ি, প্রিয় পরিবার সহ একাধিক ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। নেটিজেনদের দাবি, এই বছর সেরা নায়কের পুরস্কার তুলে দেওয়া উচিত সিদ্ধার্থ কিংবা সৃজনের হাতে। অপরদিকে সেরা নায়িকা হওয়ার দাবিদার হলেন মিঠাই, জগদ্ধাত্রী এবং পর্ণা।

Sonar Songsar Award 2023, Sonar Songsar Award 2023 telecast date

পাশাপাশি সেরা জুটি হিসেবে অনেকেই এগিয়ে রেখেছেন, পর্ণা-সৃজন, মিঠাই-সিদ্ধার্থ, গৌরী-ঈশান, মিতুল-ইন্দ্র এবং ঊর্মি-সাত্যকিকে। সেরা ধারাবাহিকের দৌড়ে ‘মিঠাই’, ‘জগদ্ধাত্রী’, ‘গৌরী এলো’র পাশাপাশি রয়েছে কয়েক মাস আগে শেষ হওয়া ‘এই পথ যদি না শেষ হয়’এর নাম।

সবকিছু তো নাহয় জানা গেল, এবার তাহলে জেনে নেওয়া যাক টেলিভিশনের পর্দায় ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’ কবে সম্প্রচারিত হবে? জানা গিয়েছে, দর্শকদের খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। কারণ চলতি মাসের শেষের দিকেই সম্প্রচারিত হবে এই বর্ণাঢ্য অনুষ্ঠান। মার্চ মাসের শেষ রবিবার টিভির পর্দায় ‘সোনার সংসার’ দেখানো হতে পারে বলে খবর মিলেছে।

site