বাঙালিরা ভোজনরসিক তো বটেই পাশাপাশি বিনোদনপ্রেমীও বটে। আর এই বিনোদনের কথা বলতে গেলেই সবার আগে মাথায় আসে টেলিভিশনের কথা। প্রতিদিনের বিনোদন মানেই সিরিয়াল সিনেমা থেকে রিয়্যালিটি শো সবটাই আছে এই টেলিভিশনে। আর প্রতিবছর দর্শকদের বিনোদনের জন্য কাজ করে চলে শিল্পীদের সন্মান জানাতে হাজির হয় জি বাংলা সোনার সংসার। প্রতিবারের মত এবারেও হাজির হয়ে গিয়েছে জি বাংলা সোনার সংসার ২০২২ (Zee Bangla Sonar Songsar)।
সারা বছরের সিরিয়ালের সমস্ত চরিত্রদের নিয়ে অনুষ্ঠিত হয় এই সোনার সংসার অনুষ্ঠান। যেখানে থাকে ভরপুর বিনোদন। টেলিভিশনের সমস্ত প্রিয় তারকারা এদিন হাজির হয় একই ছাদের তলায় যেখানে হাসি মজার সাথে থাকে দুর্দান্ত কিছু পারফর্মেন্স। নাচ গানে মেতে ওঠে গোটা সন্ধ্যে। এমনকি পছন্দের সিরিয়ালের প্রিয় জুটির তারকারাও মঞ্চে স্পেশাল পারফর্মেন্স করেন যেটা দেখার জন্য রীতিমত অপেক্ষায় থাকেন সমস্ত দর্শকেরা।
সম্প্রতি জী বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছোট্ট ভিডিও প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে সমস্ত সুপারহিট সিরিয়ালের নায়ক নায়িকা থেকে সৌরভ গাঙ্গুলি সকলে দেখানো হয়েছে। ভিডিওর শেষে রয়েছে আসন্ন সোনার সংসারের ইঙ্গিত। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দেওয়া হয়েছে, ‘বাঙালির আড্ডা, বাঙালির গান, বাঙালির খাওয়া দাওয়া…সোনায় মোড়া বাঙালিয়ানা নিয়ে আসছে – “সোনার সংসার অ্যাওয়ার্ড। ”
অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রতিবছরের মত এবছরেও ফেব্রুয়ারি মাসের শেষ এদিকেই অনুষ্ঠিত হতে চলেছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২২। যেখেনে একাধিক ক্যাটেগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয় তারকাদের। সেরা ধারাবাহিক থেকে শুরু করে সেরা সংসার, প্রিয় শশুর,শাশুড়ি, নায়ক নায়িকা ও সমস্ত সম্পর্ক গুলিকে। বাছাই করা অভিনেতা অভিনেত্রীদের মঞ্চে সম্মানিত করা হয় সোনার সংসার অ্যাওয়ার্ড দিয়ে।
স্বাভাবিকভাবেই এবছরের সোনার সংসার ২০২২ অ্যাওয়ার্ডস এর প্রোমো দেখে দারুন খুশি দর্শকেরা। হাজারো লাইক আর লক্ষাধিক ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে। সাথে বহু বিনোদনপ্রেমী নেটিজেন ভিডিওটিকে শেয়ার করেছন। আর ভিডিও দেখার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে। করা হবে এবারের সোনার সংসারের সেরা সদস্য।
প্রসঙ্গত, গতবছর অর্থ ২০২১ সালের সেরা সিরিয়ালের পুরস্কার পেযেছিল ‘করুনময়ী রানী রাসমণি’ সিরিয়ালটি। আর সেরা নায়কের অ্যাওয়ার্ড পেয়েছিলেলন ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের কর্ণ ও ‘কৃষ্ণকলি’ সিরিয়ালের নিখিল। এদিকে সেরা নায়িকার অ্যাওয়ার্ড পেয়েছিল ‘করুন ময়ী রাসমণি সিরিয়ালের’ রাসমণি অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ও ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের যমুনা অভিনেত্রী শ্বেতা।