• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘সোনার সংসার’-এর ‘সেরা নায়িকা’ রানিমা! কে হলেন সেরা নায়ক, দেখে নিন সম্পূর্ণ তালিকা

বাঙালির জীবনের সাথে যেন ওতপ্রতভাবে জড়িয়ে গিয়েছে সিরিয়াল (Serial)। সন্ধ্যা হলেই টিভির সামনে হাজির হয়ে যান বাড়ির মেয়ে বউ থেকে শুরু করে কিছু পুরুষেরাও। নিজের প্রিয় ধারাবাহিক মিস করতে মোটেও রাজি নয় বাঙালি। আসলে সিরিয়ালের প্রতি একটা আলাদাই আকর্ষণ করে বাঙালিদের। সিরিয়ালের চরিত্রদের সারাদিনে একবার অন্তত না দেখলে যেন ঘুম আসে না চোখে। বিভিন্ন সিরিয়ালে বিভিন্ন  থাকে যার মধ্যে কিছু গল্প খুবই মনে লেগে যায়।

প্রায় প্রতিটি সিরিয়ালেই একটি বা দুটি প্রধান চরিত্র রয়েছে। তাঁর সাথে পার্শ্ব চরিত্রে থাকে বহু অভিনেতা অভিনেত্রীরা। যেমন শশুর, শাশুড়ি, মা, বাবা, দেওর, ইত্যাদি অনেকেই। আর বছরের একটা সময় সিরিয়ালের পর্দার এই অভিনেত্রীদের সন্মান জানায় জি বাংলা। ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’ নামের এই শোতে সেরা নায়ক নায়িকা থেকে শুরু করে বহু ক্যাটেগরিতে অভিনেতা অভিনেত্রীদের সন্মান জানানো হয়। আর শীঘ্রই  টিভির পর্দায় আসছে জি বাংলা ‘সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২১’।

   

পছন্দের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কে হলেন সেরার সেরা! এই বিষয়ে জানার জন্য ইতিমধ্যেই দারুন কৌতূহলী হয়ে পড়েছে দর্শকেরা। আসলে আজকাল হল ডিজিটাল যুগ, টিভির পর্দায় না হলেও মোবাইলের স্ক্রিনেই সিরিয়াল দেখে নেন অনেকেই। আর সেরার সেরা কে হল তা জানার কৌতূহলের পারদ চড়ছে হু হু করে। এবার ইন্টারনেটে ফাঁস হয়ে গেলো সোনার সংসার অ্যাওয়ার্ডের পুরস্কার বিজয়ীদের নামের তালিকা।

তালিকায় দেখা যাচ্ছে সেরা সিরিয়ালের মুকুট উঠেছে ‘রানী রাসমণি’ সিরিয়ালের মাথায়। আর সেরা নায়িকা হয়েছেন ‘রানীমা’ অর্থাৎ দিতিপ্রিয়া রায়। সেরা অভিনেতার তালিকায় রয়েছে কর্ন ও নিখিল। এছাড়াও রয়েছে সোশ্যাল মিডিয়াতে পপুলারিটির উপর ভিত্তিতে সেরা মুখ ‘রাধিকা’। চলুন এবার সম্পূর্ণ তালিকাটা একবার দেখে নেওয়া যাক।

১. সেরা ধারাবাহিক– রাণী রাসমণি
২. সেরা নায়ক– কর্ণ (কী করে বলব তোমায়), নিখিল (কৃষ্ণকলি)
৩. সেরা নায়িকা– রানিমা, যমুনা (রাণী রাসমণি, যমুনা ঢাকি)
৪. সেরা সহ অভিনেতা- গদাধর (রাণী রাসমণি)
৫. সেরা সহ অভিনেত্রী– বিন্দুবাসিনী (যমুনা ঢাকি)
৬. সেরা সংসার– চৌধুরী পরিবার (কৃষ্ণকলি)
৭. প্রিয় শ্বশুর– কেদার রায় (যমুনা ঢাকি)
৮. প্রিয় শাশুড়ি– অনুরাধা রায় (যমুনা ঢাকি)
৯. প্রিয় বাবা– গঙ্গা ঢাকি (যমুনা ঢাকি)
১০. প্রিয় মা– লক্ষ্মী (ফিরকি)
১১. প্রিয় বর– সঙ্গীত (যমুনা ঢাকি)
১২. প্রিয় বৌ– রাধিকা (কী করে বলব তোমায়), আলো (আলোছায়া)
১৩. প্রিয় বৌমা– যমুনা (যমুনা ঢাকি), শ্যামা (কৃষ্ণকলি)
১৪. প্রিয় ননদ– গীত (যমুনা ঢাকি)
১৫. প্রিয় দেওর– ভূপাল (রাণী রাসমণি)
১৬. প্রিয় খলনায়ক– অশোক (কৃষ্ণকলি)
১৭. প্রিয় খলনায়িকা– পায়েল সেন (কী করে বলব তোমায়), রাধারানি (কৃষ্ণকলি)
১৮. সেরা জামাই– মথুর (রাণী রাসমণি)
১৯. সেরা ছেলে– নিখিল (কৃষ্ণকলি)
২০. সেরা মেয়ে– কৃষ্ণা (কৃষ্ণকলি)
২১. সেরা জুটি– কর্ণ-রাধিকা (কী করে বলব তোমায়), নিখিল-শ্যামা (কৃষ্ণকলি)

এছাড়াও রয়েছে কিছু নতুন ক্যাটেগরি যেমন সেরা নতুন সদস্য, জি বাংলা ফেসবুক পেজের সবচেয়ে বেশি জনপ্রিয় মুখ ইত্যাদি। আসুন সেই তালিলকাও দেখে নেওয়া যাক এক ঝলকে।

সেরা নতুন সদস্যঃ মিঠাই-সিড, অপু-দীপু, পরি-অপূর্ব, ছোট্ট সারদা, ঝিলম-তূর্ণ, সংকল্প-প্রিয়ম।

জি বাংলা ফেসবুক পেজের জনপ্রিয় মুখঃ রাধিকা (কী করে বলব তোমায়)

জি ৫ অ্যাপের সর্বাধিক জনপ্রিয় সিরিয়ালঃ রানী রাসমণি