বাংলা টেলিভিশনের (Television) জনপ্রিয় জুটিগুলির মধ্যে একটি হল শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং রুবেল দাসের (Rubel Das) জুটি। জি বাংলার ‘যমুনা ঢাকি’ সিরিয়ালে একসঙ্গে অভিনয় করেছিলেন দু’জনে। সেখানে একসঙ্গে অভিনয় করতে গিয়েই মন দেওয়া নেওয়া দু’জনের। এরপর বাড়ির লোকের পরামর্শ নিয়ে শুরু হয় প্রেম পর্ব। তবে হঠাৎই গুঞ্জন শুরু হয়েছে সেই সম্পর্ক নাকি ভেঙেছে! সৌজন্যে রুবেলের একটি ভাইরাল (Viral) ভিডিও।
রুবেল এবং শ্বেতা দু’জনেই এই মুহ্রুতে জি বাংলার সিরিয়ালে অভিনয় করছেন। প্রথমজনকে দেখা যাচ্ছে ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের নায়ক সৃজনের চরিত্রে। অপরদিকে শ্বেতা অভিনয় করছেন একই চ্যানেলের ‘সোহাগ জল’ সিরিয়ালে। সিরিয়ালের কাজ নিয়ে দু’জনেই প্রচণ্ড ব্যস্ত থাকেন, তবে তবে শত ব্যস্ততার মাঝেও একে অপরকে সময় দেওয়ায় খামতি রাখেন না তাঁরা।
মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে মিষ্টি ভিডিও (Video) শেয়ার করে থাকেন রুবেল এবং শ্বেতা। তবে আচমকাই শোনা যাচ্ছে, জনপ্রিয় এই টেলি জুটির সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। অন্য এক মহিলার সঙ্গে ‘নিম ফুলের মধু’ অভিনেতাকে নাচতে দেখে যাবতীয় জল্পনার সূত্রপাত।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, নীল রঙের শেরওয়ানি এবং হালকা সোনালি রঙের ধুতি প্যান্ট পরে রয়েছেন রুবেল। পরিপাটি হয়ে ছোটবেলার বন্ধুর বিয়েতে হাজির হয়েছিলেন অভিনেতা। মন খুলে নাচতেও দেখা যায় তাঁকে। সেই ভিডিওয় আবার দেখা যায়, শ্বেতা নয়, বরং হালকা সবুজ রঙের লেহেঙ্গা পরা এক মেয়ের সঙ্গে কোমোড় দোলাচ্ছেন রুবেল।
ভিডিওর কোথাও দেখা পাওয়া যায়নি শ্বেতার। এরপর থেকেই জল্পনা শুরু হয়, তাহলে কি ভাঙন ধরেছে তারকাজুটির সম্পর্কে? একের পর এক কমেন্ট করতে থাকেন নেটিজেনরা। এই প্রসঙ্গে এক নামী সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় রুবেলের সঙ্গে। এরপরই খোলসা হয় সম্পূর্ণ বিষয়টা।
View this post on Instagram
ব্রেক আপের জল্পনায় জল ঢেলে ‘নিম ফুলের মধু’ অভিনেতা বলেন, ‘শ্বেতাও গিয়েছিল তো। তবে ও তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়েছিল। আমার ছোটবেলার এক বন্ধুর আংটি বদল এবং রেজিস্ট্রি অনুষ্ঠান ছিল। সবাই এসেছিল, আমাদের নাচের দলেরও প্রত্যেকে ছিল। যে মেয়েটির সঙ্গে দেখা হয়েছিল সে’ও একজন বন্ধু। শ্যুটিংয়ের ফাঁকে একটু সময় তো বের করে নিতেই হয়। খুব মজা হয়েছে’।