• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বছর শেষে চাকরি খোয়ালেন সুদীপা! ‘রান্নাঘর’র শেষ শুটিংয়ে চোখে জল, অন্তিম সম্প্রচারের দিনক্ষণ জানালেন সঞ্চালিকা

রোজ রোজ টিভির পর্দায় একঘেয়ে বাংলা সিরিয়াল দেখতে দেখতে বিরক্ত দর্শক। তবে ইদানিং সিরিয়ালের পাশাপাশি দর্শকমহলে বাড়ছে রিয়েলিটি শোয়ের জনপ্রিয়তা। এই মুহূর্তে বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোগুলির মধ্যে অন্যতম হল জি বাংলার জনপ্রিয় কুকারি শো ‘জি বাংলার রান্নাঘর'(Zee Banglar Rannaghor)। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় সম্প্রচারিত হয়ে চলেছে এই জনপ্রিয় রিয়ালিটি শো।

একেবারে শুরুর দিন থেকেই এই শোয়ের সাথে ওতপ্রোতো ভাবে জড়িয়ে রয়েছেন সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee)। তাঁর অনবদ্য সঞ্চালনা বরাবরই এই শোকে এক আলাদা মাত্রা দিয়েছে। প্রসঙ্গত আজ থেকে ১৭ বছর আগে ২০০৫ সালের ৯ই মে শুরু হয়েছিল ‘রান্নাঘর’-এর সম্প্রচার।সেই শুরুর দিন থেকে ২০১৮ সাল পর্যন্ত এই শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুদীপা।
Sudipa Chatterjee
পরবর্তীতে ছেলে আদিদেব হওয়ার সময় ‘রান্নাঘর’ সঞ্চালনা থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন সুদীপা। সে সময় রান্নাঘরের দায়িত্ব দেওয়া হয়েছিল অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। কিন্তু এই শোয়ের সঞ্চালক হিসাবে দর্শকদের মনে ধরেছিল কেবলমাত্র সুদীপাকেই। তাই ২ বছরের বিরতি কাটিয়ে ২০২০ সালে আবার ‘রান্নাঘর’-এর দায়িত্ব নেন সুদীপা। কিছুদিন আগেই এই শোয়ের ৫০০০ পর্ব পার হয়েছে। যা একেবারে ধুমধাম করে  করবার সেলিব্রেট করেছিল গোটা টিম।

তবে শুরুরই একটা শেষ থাকে। তাই নতুন কে জায়গা দিতে এবার জায়গা ছাড়তে হচ্ছে স্বয়ং ‘রান্নাঘরের রানী’ সুদীপকে। জল্পনা আগেই তৈরী হয়েছিল এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন সুদীপা নিজেই। শুক্রবারেই শেষ হয়েছে এই শোয়ের অন্তিম পর্বের শুটিং(Last Episode Shooting)। জানা যাচ্ছে আগামী ৩১ ডিসেম্বর বিকাল ৪.৩০টার সময় শেষবারের মতো টিভির পর্দায় দেখা যাবে ‘রান্নাঘর’।

   

Indrani Haldar's new game show Ghore Ghore Zee Bangla's promo on air

আসলে আগামী ২রা জানুয়ারি থেকে জি বাংলার রান্নাঘরের জায়গা নিতে চলেছে ছোটপর্দার গোয়েন্দা গিন্নি তথা বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের (Indrani Haldar) নতুন রিয়ালিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’ (Ghore Ghore Zee Bangla)। দীর্ঘ ১৭ বছরের পথ চলা, যা মোটেই কম কথা নয়! তাই শেষ দিনে আবেগপ্রবণ সুদীপা ফেসবুক লাইভ এসে বললেন ‘যার শুরু আছে, সেটার শেষ তো হবেই। শেষ হচ্ছে বলেই তো নতুন কিছু শুরু হচ্ছে, আপনাদের জন্য আসছে ঘরে ঘরে জি বাংলা’।

গোলাপি শাড়িতে শেষ দিনের শুটিং শেষে ক্যামেরার পিছনে থাকা ব্য়ক্তিদের সাথে অর্থাৎ সিনেমাটোগ্রাফার থেকে স্পটবয়- সবার সাথেই এদিন দর্শকদের পরিচয় করিয়ে দেন সুদীপা। অন্তিম পর্বে ভেটকি মাছের একটা সহজ রেসিপি শেখাবেন সুদীপা। এদিনের ভিডিওতে দর্শকদের উদ্যেশ্যে সুদীপার বার্তা, ‘এই কটা দিন দয়া করে আমাদের সঙ্গে থাকবেন, মিস করবেন না কিন্তু। শেষ এপিসোডে আমাদের পুরো টিমকে টিভির পর্দায় দেখতে পাবেন’।