রোজ রোজ টিভির পর্দায় একঘেয়ে বাংলা সিরিয়াল দেখতে দেখতে বিরক্ত দর্শক। তবে ইদানিং সিরিয়ালের পাশাপাশি দর্শকমহলে বাড়ছে রিয়েলিটি শোয়ের জনপ্রিয়তা। এই মুহূর্তে বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোগুলির মধ্যে অন্যতম হল জি বাংলার জনপ্রিয় কুকারি শো ‘জি বাংলার রান্নাঘর'(Zee Banglar Rannaghor)। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় সম্প্রচারিত হয়ে চলেছে এই জনপ্রিয় রিয়ালিটি শো।

তবে শুরুরই একটা শেষ থাকে। তাই নতুন কে জায়গা দিতে এবার জায়গা ছাড়তে হচ্ছে স্বয়ং ‘রান্নাঘরের রানী’ সুদীপকে। জল্পনা আগেই তৈরী হয়েছিল এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন সুদীপা নিজেই। শুক্রবারেই শেষ হয়েছে এই শোয়ের অন্তিম পর্বের শুটিং(Last Episode Shooting)। জানা যাচ্ছে আগামী ৩১ ডিসেম্বর বিকাল ৪.৩০টার সময় শেষবারের মতো টিভির পর্দায় দেখা যাবে ‘রান্নাঘর’।
আসলে আগামী ২রা জানুয়ারি থেকে জি বাংলার রান্নাঘরের জায়গা নিতে চলেছে ছোটপর্দার গোয়েন্দা গিন্নি তথা বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের (Indrani Haldar) নতুন রিয়ালিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’ (Ghore Ghore Zee Bangla)। দীর্ঘ ১৭ বছরের পথ চলা, যা মোটেই কম কথা নয়! তাই শেষ দিনে আবেগপ্রবণ সুদীপা ফেসবুক লাইভ এসে বললেন ‘যার শুরু আছে, সেটার শেষ তো হবেই। শেষ হচ্ছে বলেই তো নতুন কিছু শুরু হচ্ছে, আপনাদের জন্য আসছে ঘরে ঘরে জি বাংলা’।
গোলাপি শাড়িতে শেষ দিনের শুটিং শেষে ক্যামেরার পিছনে থাকা ব্য়ক্তিদের সাথে অর্থাৎ সিনেমাটোগ্রাফার থেকে স্পটবয়- সবার সাথেই এদিন দর্শকদের পরিচয় করিয়ে দেন সুদীপা। অন্তিম পর্বে ভেটকি মাছের একটা সহজ রেসিপি শেখাবেন সুদীপা। এদিনের ভিডিওতে দর্শকদের উদ্যেশ্যে সুদীপার বার্তা, ‘এই কটা দিন দয়া করে আমাদের সঙ্গে থাকবেন, মিস করবেন না কিন্তু। শেষ এপিসোডে আমাদের পুরো টিমকে টিভির পর্দায় দেখতে পাবেন’।