• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মদিনেই অঘটন, সিঁড়ি থেকে পড়ে ফুলে ঢোল পা, ব্যাথা নিয়েই সেলিব্রেট করলেন সুদীপা

Published on:

Sudipa Chatterjee got injured on her birthday

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় কুকারী শো ‘জি বাংলার রান্নাঘর’এর (Zee Banglar Rannaghor) সঞ্চালিকা  সুদীপা চ্যাটার্জিকে (Sudipa Chatterjee) এক ডাকে চেনে গোটা বাংলা। বাংলা বিনোদন জগতে সুদীপা এমনই একজন তারকা যিনি মাঝেমধ্যেই উঠে আসে সংবাদ শিরোনামে। তাঁর  ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই সরগরম থাকে পেজথ্রির পাতা।

কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে সুদীপা সঞ্চালিত শো জি বাংলা রান্নাঘর। দীর্ঘ ১২ বছর ধরে এই অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব সামলেছেন তিনি। গতকাল ২৬ এপ্রিল ছিল তাঁর জন্মদিন (Birthday)। একটু একটু করে ৫০- এর কোটায় এগোচ্ছেন অভিনেত্রী। এদিন ৪৩ বছরের পা দিয়েছেন সুদীপা। কিন্তু জন্মদিনের মতো একটা বিশেষ দিনের আগেই আচমকা এক কান্ড ঘটিয়ে বসেছেন তিনি।

Sudipa Chatterjee, Sudipa Chatterjee sad

যার ফলে আবারও শিরোনামের সঞ্চালিকা।প্রসঙ্গত জন্মদিন বলে কথা! আর জন্মদিনে নতুন জামা কাপড় পড়তে মন চায় সকলেরই। আর সুদিপার শাড়ির প্রতি যে আকর্ষণ তা অজানা নয় কারও কাছেই। রয়েছে তাঁর নিজস্ব বুটিকও। তবে জন্মদিনে নিজের জন্য শাড়ি কিনতে নিজের বুটিকে নয় বরং তিনি গিয়েছিলেন নিজের পছন্দের এক দোকানে।

আর সেখানে যাওয়াই যেন কাল হয়ে দাঁড়িয়েছে অভিনেত্রীর জীবনে। আসলে এদিন শাড়ি কিনতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে পায়ে চোট (Leg Injury) পেয়েছেন সুদীপা। ফুলে ঢোল হয়েছে তার দুই হাঁটু। যার ফলে বর অগ্নিদেবের দেওয়া  দামি সিফনের শাড়িটা এবারের জন্মদিনে আর পরা হলো না সুদীপার।

জি বাংলা,Zee Bangla,জি বাংলার রান্নাঘর,Zee Banglar Rannaghor,সুদীপা চ্যাটার্জি,Sudipa Chatterjee,জন্মদিন,Birthday,পায়ে চোট,Leg Injury

তবে জন্মদিনে নতুন জামা অবশ্যই পরেছিলেন তিনি।জি বাংলা রান্নাঘর শেষ হওয়ার পর বর্তমানে নিজের বুটিকের দিকেই মন দিয়েছেন সুদীপা। সংসার সামলানোর পাশাপাশি নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। ছেলে আদিদেবও মায়ের জন্মদিনের দিন সারাক্ষণ থাকে পার্টি মুডে।

জি বাংলা,Zee Bangla,জি বাংলার রান্নাঘর,Zee Banglar Rannaghor,সুদীপা চ্যাটার্জি,Sudipa Chatterjee,জন্মদিন,Birthday,পায়ে চোট,Leg Injury

প্রতিবারের মতো এবারও হৈ-হুল্লোড় আর এলাহী খাওয়া দাওয়া করেই নিজের জন্মদিন কাটিয়েছেন
সঞ্চালিকা। স্বামী অগ্নিদেবও তাঁর জন্মদিন পালনে এতোটুকুও খামতি রাখেননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥