এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় এমন বেশ কিছু ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে যেগুলি সপ্তাহের পর সপ্তাহ ধরে রাজত্ব করছে টিআরপি তালিকায়। এমনই একটি সিরিয়াল হল ‘ফুলকি’ (Phulki)। শুরু থেকেই এই মেগার রেটিং ভীষণ ভালো। টিআরপি তালিকাতেও দ্বিতীয়-তৃতীয় স্থানে দেখা যায় এই ধারাবাহিকের (Bengali Serial) নাম।
চলতি বছর জুন মাসে শুরু হয়েছে ‘ফুলকি’র পথচলা। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিষেক বসু (Abhishek Bose) এবং দিব্যানী মণ্ডল (Divyani Mondal)। দর্শকমহলে তাঁদের পরিচিতি অবশ্য রোহিত-ফুলকি নামেই বেশি। জনপ্রিয় এই মেগার গল্প লিখেছেন সৌভিক চক্রবর্তী এবং পরিচালনা করছেন রাজেন্দ্র প্রসাদ দাস।
‘ফুলকি’ সিরিয়ালের কাস্ট (Phulki Serial Cast)
সিরিয়ালের নাম | ফুলকি |
সম্প্রচারকারী চ্যানেল | জি বাংলা |
প্রধান নায়ক | অভিষেক বসু |
প্রধান নায়িকা | দিব্যানী মণ্ডল |
সম্প্রচার শুরুর দিনক্ষণ | ১২ জুন ২০২৩ |
সম্প্রচারের সময় | ৭:৩০PM |
মোট পর্ব | ১১৪ |
‘ফুলকি’ সিরিয়ালের কাস্টিং (Phulki Serial Casting)
জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকে কোন চরিত্রে অভিনয় করছেন কোন তারকারা চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক।
ফুলকি রায় চৌধুরী চরিত্রে দিব্যানী মণ্ডল (Divyani Mondal as Phulki Roy Chowdhury)
সিরিয়ালের নায়িকা ফুলকির ভূমিকায় অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী দিব্যানী। হাঁপানি নিয়ে বক্সার হওয়ার স্বপ্ন দেখে সে। শারীরিক প্রতিবন্ধকতাকে স্বপ্ন পূরণের পথে বাঁধা হিসেবে মানতেই চায় না ফুলকি।
রোহিত রায় চৌধুরী চরিত্রে অভিষেক বসু (Abhishek Bose as Rohit Roy Chowdhury)
ফুলকির স্বামী তথা সিরিয়ালের নায়কের চরিত্রে অভিনয় করছেন অভিষেক বসু। রোহিত নিজেও একসময় বক্সিং করতো। তবে একটা ঘটনার পর থেকে সে বক্সিং করা ছেড়ে দেয়। এখন ফুলকির সৌজন্যে ফের আস্তে আস্তে বক্সিংয়ের প্রতি টান জন্মাচ্ছে তার।
পারমিতা রায় চৌধুরী চরিত্রে কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty as Paromita Roy Chowdhury)
রোহিতের বিধবা বৌদি পারমিতার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী।
তমাল রায় চৌধুরী চরিত্রে ঋদ্ধিশ চৌধুরী (Ridhish Chowdhury as Tamal Roy Chowdhury)
রোহিতের খুড়তুতো ভাই তমালের ভূমিকায় অভিনয় করছেন ঋদ্ধিশ চৌধুরী।
ঈশিতা রায় চৌধুরী চরিত্রে আয়েন্দ্রী রায় (Ayendri Roy as Ishita Roy Chowdhury)
তমালের স্ত্রী ঈশিতার ভূমিকায় দেখা যাচ্ছে আয়েন্দ্রীকে। এই চরিত্রে ধূসর শেড রয়েছে।
কাবেরী রায় চৌধুরী চরিত্রে আভেরি সিংহ রায় (Avery Singha Roy as Kaveri Roy Chowdhury)
রোহিতের কাকিমা কাবেরীর ভূমিকায় দেখা যাচ্ছে আভেরি সিংহ রায়কে।
লাবণ্য সান্যাল চরিত্রে অর্পিতা মণ্ডল (Arpita Mondal as Labanya Sanyal)
রোহিতের তুতো বোন লাবণ্যর চরিত্রে দেখা যাচ্ছে অর্পিতা মণ্ডলকে।
শালিনী মিত্র চরিত্রে শার্লি মোদক (Sharly Modak as Shalini Mitra)
রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনীর চরিত্রে দেখা যাচ্ছে শার্লি মোদককে। শালিনীও একজন বক্সার। বহু বছর পর আবার রোহিতের জীবনে ফিরে এসেছে সে এবং ফুলকি আর রোহিতকে আলাদা করতে চাইছে।
রুদ্ররূপ সান্যাল চরিত্রে সুদীপ সরকার (Sudip Sarkar as Rudrarup Sanyal)
লাবণ্যর স্বামী রুদ্ররূপের চরিত্রে দেখা যাচ্ছে সুদীপ সরকারকে। রোহিত-ফুলকির জীবন তছনছ করতে মরিয়া রুদ্র।
সায়ন্তন রায় চৌধুরী চরিত্রে সঞ্জয় বসু (Sanjoy Basu as Sayantan Roy Chowdhury)
রোহিতের কাকা সায়ন্তের ভূমিকায় দেখা যাচ্ছে সঞ্জয় বসুকে।
পল্লব রায় চৌধুরী চরিত্রে সোহন বন্দ্যোপাধ্যায় (Sohan Banerjee as Pallab Roy Chowdhury)
রোহিতের জেঠু পল্লবের চরিত্রে দেখা যাচ্ছে সোহন বন্দ্যোপাধ্যায়কে।
স্নেহা চরিত্রে অদিতি ঘোষ (Aditi Ghosh as Sneha)
রুদ্রর সহযোগী স্নেহার চরিত্রে অভিনয় করছেন অদিতি ঘোষ।
হৈমন্তী রায় চৌধুরী চরিত্রে মিশকা হালিম (Mishka Halim as Haimanti Roy Chowdhury)
রোহিতের জেঠি হৈমন্তীর চরিত্রে দেখা যাচ্ছে মিশকা হালিমকে।
অরুণা রায় চৌধুরী চরিত্রে অঙ্কিতা মাঝি (Ankita Majhi as Aruna Roy Chowdhury)
রোহিতের মা অরুণার ভূমিকায় দেখা যাচ্ছে মিশকা হালিমকে।
সবিতা দাস চরিত্রে গুলশনারা খাতুন (Gulshanara Khatun as Sabita Das)
গল্পে ফুলকির মায়ের চরিত্রে দেখা যাচ্ছে টেলি অভিনেত্রী গুলশনারা খাতুনকে।
পিয়াল রায় চৌধুরী চরিত্রে দেবমাল্য গুপ্ত (Debmalya Gupta as Piyal Roy Chowdhury)
রায়চৌধুরী পরিবারের সবচেয়ে ছোট ছেলে পিয়ালের ভূমিকায় দেখা যাচ্ছে দেবমাল্য গুপ্তকে।
OTT-তে কোথায় দেখবেন ‘ফুলকি’?
জি বাংলার বাকি সকল ধারাবাহিকের মতো ‘ফুলকি’র প্রত্যেকটি পর্ব আপনি জি ফাইভ অ্যাপে দেখতে পারবেন।