দর্শকদের কাছে সিরিয়াল মানেই অত্যন্ত পছন্দের জিনিস। আর বাঙালির কাছে বিনোদনের ডেলি ডোজ মানেই মেগা সিরিয়াল। তাই প্রায় প্রতিদিনই বিনোদনের নিত্যনতুন পশরা নিয়ে হাজির হয় মেগা সিরিয়াল গুলি। সেইসাথে থাকে টিআরপি রেটিং এগিয়ে থাকার লড়াই। তাই দর্শকদের মন জয় করতে চ্যানেল কর্তৃপক্ষ বরাবরই থাকে নতুন কনটেন্টের সন্ধানে।
তেমনই এক নতুন প্রেমের গল্প নিয়ে আসছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘পিলু’ (Pilu)। তবে শুধু প্রেম নয় এই ধারাবাহিকের অন্যতম প্রধান বিষয়বস্তু হতে চলেছে গান। এই ধারাবাহিকের নায়ক-নায়িকা দুজনেই গান পাগল। তাই সিরিয়ালের বেশীরভাগ অংশ জুড়েই যে গান থাকবে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের প্রথম প্রমো।
উল্লেখ্য কিছুদিন আগেই জানা গিয়েছিল অস্ত্রোপচারের শারীরিক ধকল কাটিয়ে খুব শিগগিরই অভিনয় জগতে কামব্যাক করতে চলেছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী(Gourab Roy Chowdhury) । গত মাসেই গৌরব নিজেই জি বাংলার নতুন ধারাবাহিক নিয়ে খুব শিগগিরই অভিনয় জগতে ফিরতে চলেছেন তিনি।
চ্যানেলে সম্প্রচারিত প্রোমোতে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে গৌরবের ফার্স্ট লুক। যা দেখে মনে হচ্ছে সিরিয়ালে একটু গম্ভীর স্বভাবের চরিত্রে অভিনয় করতে চলেছেন। আগেই জানা গিয়েছিল এই সিরিয়ালে থাকছেন নতুন নায়িকা। এদিনের প্রোমোতে দেখা গেল তাঁকেও। তিনি হলেও ডান্স বাংলা ডান্স খ্যাত প্রতিযোগী মেঘা দাও।
ডান্স বাংলা ডান্সের তুমুল ব্যাস্ততার মাঝেই এবার অভিনয় জগতে হাতেখড়ি হতে চলেছে মেঘার।সিরিয়ালের নায়িকা পিলুর চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। সিরিয়ালে গানের সাথে সাথে নাচতেও দেখা যাবে নায়িকা পিলু ওরফে মেঘাকে।ইতিমধ্যেই পুরুলিয়ায় গিয়ে সম্পন্ন হয়েছে সিরিয়ালের প্রোমো শ্যুট।