• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এসেই মিঠাইয়ের ঘাড়ে কোপ! রইল জি বাংলার হাঁপানি রুগী বক্সার ‘ফুলকি’ অভিনেত্রীর আসল পরিচয়

বাংলা টেলিভিশনের পর্দায় এখন নতুন ট্রেন্ড টি আর পি তালিকায় নম্বর কমলেই অকালেই শেষ হয়ে যাচ্ছে যে কোনো সিরিয়াল। কারো বয়স মাত্র ৩ মাস তো কারও মেরে কেটে ছ’মাস। টিআরপিতে ভালো ফল না করলে এই মাত্র কয়েক মাসেই ইতি টানা হচ্ছে যে কোন সিরিয়ালে। দিনের শেষে এখনকার সব সিরিয়ালই ব্যবসা। তাই সব সিরিয়ালের ক্ষেত্রে টিআরপিই এখন শেষ কথা।

তবে এই তালিকায় ব্যতিক্রম হল জি বাংলার এককালের  বেঙ্গল টপার সিরিয়াল ‘মিঠাই’ (Miithai)। বাংলা টেলিভিশনের পর্দায় এখন একমাত্র পুরনো সিরিয়াল বলতে এটাই। এতদিনে টেলিভিশনের পর্দায় একগুচ্ছ সিরিয়াল এসেছে ঠিকই ,এরই মাঝে মিঠাই শেষের জল্পনাও তৈরি হয়েছে। কিন্তু তা শুধুমাত্র জল্পনা হয়েই থেকে গিয়েছে।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,ফুলকি,Phulki,নতুন অভিনেত্রী,New Actress,আসল নাম,Real Name,পরিচয়,Identity,দিব্যানি মন্ডল,Divyani Mondal

তবে এবার জানা যাচ্ছে আর জল্পনা নয়, এবার জি বাংলার (Zee Bangla) নতুন সিরিয়াল (New Serial) ‘ফুলকি’কে (Phulki) জায়গা দিতে সত্যিই শেষ হতে চলেছে মিঠাই রানী আর উচ্ছে বাবুর মিষ্টি প্রেমের গল্প। জল্পনাকে সত্যি করে সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন সিরিয়াল ফুলকির প্রথম প্রমো (First Promo)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,ফুলকি,Phulki,নতুন অভিনেত্রী,New Actress,আসল নাম,Real Name,পরিচয়,Identity,দিব্যানি মন্ডল,Divyani Mondal

সেখানে দেখা গিয়েছে নায়িকা ফুলকির প্রথম লুক। নারী কেন্দ্রিক এই সিরিয়ালে হাঁপানি রোগী ফুলকি দেখিয়ে দেবে মেয়ে হয়েও কিভাবে সে বক্সিংয়ে চ্যাম্পিয়ন হতে পারে। প্রোমোতে দেখা যাচ্ছে বক্সিং প্রতিযোগিতায় থাকা ১০ হাজার টাকার পুরস্কার ফুলকির জন্য খুবই জরুরী। কারণ ওই টাকা দিয়ে সে তার মায়ের ডায়ালিসিস করবে। বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,ফুলকি,Phulki,নতুন অভিনেত্রী,New Actress,আসল নাম,Real Name,পরিচয়,Identity,দিব্যানি মন্ডল,Divyani Mondal

কিন্তু হাঁপানি রোগী হওয়ায় আয়োজকরা প্রতিযোগিতায় তার নামই লেখাতে চায়না। কিন্তু এক ঘুষিতে ইঁটের  দেওয়াল ভেঙে ফুলকি বুঝিয়ে দিয়েছে সে কোন অংশে কম নয়।  ধারাবাহিকের নায়ক তাঁর  বিপরীতে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে সোমরাজ মাইতিকে। তবে এই সিরিয়ালের নায়িকা ফুলকি অভিনয় জগতে একেবারেই নতুন।  অভিনেত্রীর আসল নাম দিবানি মন্ডল (Divyani Mondal)।

আদতে মুর্শিদাবাদের বাসিন্দা এই অভিনেত্রী মডেলিং এর পাশাপাশি ইতিমধ্যে অভিনয় করেছেন বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ঘেঁটে জানা গিয়েছে তিনি কলকাতায় যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রী।

এখন দেখার এই নতুন সিরিয়ালে নবাগত অভিনেত্রী দিবানি ফুলকি চরিত্রটিকে ঠিক কতটা  ফুটিয়ে তুলতে পারেন টিভির পর্দায়? সেই সাথে দেখার জি বাংলার একসময়ের ফাস্ট গার্ল মিঠাইকে সরিয়ে সত্যিই ফুলকি তার জায়গা নেবে নাকি এই ধারাবাহিকটি দুপুরের স্লটে সম্প্রচারিত হবে।

site