• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুন রূপে ফিরল ফুলঝুরি! সঙ্গী আরও ৪ মিষ্টি নায়িকা, প্রকাশ্যে নতুন সিরিয়ালের প্রথম প্রোমো

Updated on:

Zee Bangla New Serial Kar Kache Koi Moner Kotha featuring Manali Dey first promo out

দর্শকদের সমস্ত জল্পনাকে সত্যি করেই অবশেষে এসে গেল ছোট পর্দার ‘ফুলঝুরি’ অভিনেত্রী মানালি দে’র (Manali Dey) নতুন সিরিয়াল (New Serial) ‘কার কাছে কই মনের কথা'(Kar Kacche Koi Moner Kotha)। আজ অর্থাৎ সোমবারেই  জি বাংলার (Zee Bangla) তরফে প্রকাশ্যে আনা হয়েছে সিরিয়ালের প্রথম প্রোমো (First Promo)। জল্পনাকে সত্যি করে প্রোমোতেই দেখা মিলল এক ঝাঁক টেলি অভিনেত্রীদের।

জানা যাচ্ছে এই নতুন সিরিয়ালে  মানালি দের নাম হয়েছে শিমুল। সংসারের জাঁতাকলে পড়ে ভেঙে চুরে যাচ্ছে তার দুচোখ ভরে স্বপ্ন। ভিডিও দেখে বোঝা যাচ্ছে সিরিয়ালের শুরুতেই বিয়ে দেখানো হবে নায়িকার। আর  বিয়ের পর স্বামীর সাথে শশুর বাড়িতে পা রাখা মাত্রই তাকে বলা ভালো তার গায়ে থাকা সোনার গয়না নিয়ে ব্যস্ত হয়ে পড়বে পাড়া-প্রতিবেশী থেকে আত্মীয়-স্বজন সকলে। সেই সাথে  বিচার বিবেচনা করা হবে তাঁর গায়ের রং নিয়েও।

kar kache koi Moner Kotha Phuljhuri actress Manali Dey New serial promo on air

তাই নতুন বৌকে দেখেই একজন বয়স্ক মহিলা বলে উঠবেন ছবিতে যতটা ফর্সা দেখেছিলাম সামনে কিন্তু ততটা নয়। তখনই পাশে বসে থাকা ছেলের মা হাসিমুখে আর বলে উঠবেন ‘কি আর করা যাব,ছেলের পছন্দ’। এর পরে দেখা যাবে সামনে রাখা হারমোনিয়াম দেখে চমকে উঠবে নায়িকা শিমুলের শাশুড়ি। শিমুল গান গাইতে ভালবাসে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নতুন সিরিয়াল,New Serial,ফুলঝুরি,Phuljhuri,মানালি দে,Manali Dey,কার কাছে কই মনের কথা,Kar Kacche Koi Moner Kotha,প্রথম প্রোমো,First Promo

তাই বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসার সময় সে সঙ্গে করে  নিয়ে এসেছে তার পছন্দের হারমোনিয়াম। কিন্তু শ্বশুরবাড়ি পা রাখতেই শাশুড়ি হুকুম দেয় সেই হারমোনিয়াম থাকবে গুদাম ঘরে। আর এইভাবেই পিষতে  থাকে সদ্য বিবাহিত শিমুলের স্বপ্নগুলো। সে নিজের মনের কথা কাউকে বলতে পর্যন্ত পারে না। তার নিজের স্বামীর তো তার কথা শোনার সময় নেই।

kar kache koi Moner Kotha Phuljhuri actress Manali Dey New serial promo on air

তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। নিজের চাকরি নিয়ে ব্যস্ত তিনি। এমন সময় শ্বশুরবাড়ির দরজায় শিমুলের জন্য আসে তার স্বপ্নের চাবিকাঠি, গানের সার্টিফিকেট। সেখানে দেখা যায় ডিস্টিংশন নিয়ে প্রথম হয়েছে শিমুল। কিন্তু শশুর বাড়িতে তার সেই প্রতিভার কদর করে না কেউ। তাই মনের দুঃখে এই অমূল্য সার্টিফিকেট টাই   টুকরো করে ছিঁড়ে ফেলে দেয় সে।

kar kache koi Moner Kotha Phuljhuri actress Manali Dey New serial promo on air

এরপর দেখা যাচ্ছে শিমুল ছাদে জামা কাপড় তুলতে গিয়েছে। সেখানে গিয়ে পাড়ার অন্যান্য মেয়ে বৌদের সাথে দেখা হয়ে যায় তার। শিমুলের মন খারাপের কথা বুঝতে পেরে সবাই তাকে খুশি করতে ব্যস্ত হয়ে পড়ে। কেউ চা সিঙ্গারার আয়োজন করে তো কেউ তার ছিঁড়ে ফেলা সার্টিফিকেটের টুকরোগুলো জোড়া লাগিয়ে দেয়। কাজেই বোঝা যাচ্ছে এই সিরিয়ালের মধ্য দিয়ে নতুন সামাজিক বার্তা দেওয়া হবে সমাজের মেয়েদের।

মেয়েরা যে মেয়েদের মেয়েদের বন্ধু হয়ে ওঠে, একে অপরের সুখ-দুঃখের কথা প্রাণ খুলে বলতে পারে তারাও  সেই দৃশ্যই আগামী দিনে তুলে ধরা হবে এই সিরিয়ালে। তবে প্রোমোতে দেখা গিয়েছে মানালি ছাড়াও এই সিরিয়ালে থাকছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, দেবিনা অভিনেত্রী  কুয়াশা সহ রয়েছেন আরও একজন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥