টিভির পর্দায় এখন নিত্য-নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। একটা সিরিয়াল শেষ হতে না হতেই জায়গা নিয়ে নিচ্ছে নতুন সিরিয়াল। এরইমধ্যে সদ্য প্রকাশ্যে এসেছে জি বাংলার নতুন সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’ (Iche Putul)-এর প্রথম প্রোমো। যা দেখে মনে করা হচ্ছে দুই বোনের ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়েই শুরু হবে এই সিরিয়াল।
যা ইতিমধ্যেই দর্শকদের মনে উস্কে দিয়েছে স্টার জলসার পুরনো সিরিয়াল ‘ইচ্ছে নদী’র নস্টালজিয়া। তাই দর্শকদের একটা বড় অংশের দাবি আসলে ‘ইচ্ছে নদী’ ২ হতে চলেছে এই সিরিয়াল। আজ বংট্রেন্ডের পাতায় থাকছে এই সিরিয়ালের সমস্ত কলাকুশলীদের আসল পরিচয়।
১. শ্বেতা মিশ্র (Sweta Mishra) : নতুন সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’-এর প্রোমোতে নায়িকা মেঘের দিদির চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্বেতা মিশ্র-কে। ইতিপূর্বে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ধূলোকণা’য় খলনায়িকা চড়ুইয়ের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন শ্বেতা। এবার এই নতুন সিরিয়ালেও সম্ভবত খলনায়িকা হয়েই ধরা দেবেন তিনি
২. মৈনাক বন্দোপাধ্যায় (Mainak Banerjee) : ধারাবাহিকে প্রধান নায়ক অর্থাৎ মেঘের প্রফেসরের চরিত্রে দেখা গিয়েছে বাংলা টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ মৈনাক বন্দোপাধ্যায়কে। ইতিপূর্বে ধূলোকণা সিরিয়ালে তানের চরিত্রে অভিনয় করে ভালোবাসা পেয়েছেন দর্শকদের। প্রসঙ্গত ‘অসম্ভব’ ধারাবাহিকের পর আবার এই মেগা সিরিয়ালে মুখ্য চরিত্রে কামব্যাক করেছেন মৈনাক।
৩. তিতিক্ষা দাস (Titikha Das) : এতক্ষণ ধারাবাহিকের যে প্রধান নায়িকা মেঘের কথা হচ্ছিল সেই চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী তিতিক্ষা দাস-কে। আদতে দত্তপুকুরের বাসিন্দা এই অভিনেত্রী ইতিপূর্বে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কালার্স বাংলার ‘দত্ত অ্যান্ড বৌমা’ ধারাবাহিকে। মডেলিং অভিনয়ের পাশাপাশি সম্প্রতি তিতিক্ষা কাজ করেছেন বেশ কিছু মিউজিক ভিডিওতে।
৪. সোমা চক্রবর্তী (Soma Chakraborty) : ধারাবাহিকে নায়িকা মেঘের মায়ের চরিত্রে দেখা যাচ্ছে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সোমা চক্রবর্তী-কে। স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’-তে খলনায়িকা হীরা আম্মার চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। এছাড়াও দীর্ঘ দিনের অভিনয় জীবনে তিনি অভিনয় করেছেন ভিন্ন স্বাদের একাধিক চরিত্রে।
৫.কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায় (Krishna Kishore Mukherjee) : আকাশ বাংলা চ্যানেলের জনপ্রিয় সংবাদ অনুষ্ঠান ‘খোঁজখবর’ এর সঞ্চালক কৃষ্ণ কিশোরে মুখোপাধ্যায়কে, মনে আছে নিশ্চই? নতুন সিরিয়াল ইচ্ছে পুতুলে নায়িকা মেঘের বাবার চরিত্রে অভিনয় করছেন তিনিই।