• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাইরানি জিন্দাবাদ! সিডের সাথে দেখা হতে আবার সেরার সেরা হয়ে দেখিয়ে দিল মিঠাই

Published on:

Mithai Won Best Serial Award in Ormax India Popular Bengali Serials

বাংলা সিরিয়ালপ্রেমি (Bengali Serial) দর্শকদের কাছে আবেগের আর এক নাম ‘মিঠাই’ (Mithai)। দর্শকমহলে জি বাংলার (Zee Bangla) এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে যতই বলা হোক না কেন তা বোধ হয় কমই পড়ে যায়। দর্শকদের ভালোবাসায় দেখতে দেখতে গুটি গুটি পায়ে ২ বছর পেরিয়ে গিয়েছে সিরিয়ালের বয়স। আজ থেকে ২ বছর আগে ২০২১ সালের ৪ জানুয়ারি শুরু হয়েছিল এই ধারাবাহিকের পথচলা।

এখন বাংলার প্রত্যেক সিরিয়ালপ্রেমী দর্শক এই ধারাবাহিকের সমস্ত সদস্যদের সাথে জড়িয়ে গিয়েছেন ওতঃপ্রোত ভাবে। ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকা সিদ্ধার্থ মিঠাই-এর  চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে। শুরু থেকেই তারা দুজনেই হয়ে উঠেছে দর্শকদের একেবারে নয়নের মণি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,জি বাংলা,Zee Bangla,সেরা চরিত্র,Best Charector,নতুন রেকর্ড,New Record,আরম্যাক্স মিডিয়া,Ormax Media

তবে সিড মিঠাই ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন মোদক পরিবারের আরও একাধিক সদস্য। দেখতে দেখতে মোদক  পরিবারে প্রত্যেক সদস্যই যেন দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে উঠেছেন। তাই একসময়ের ৫৪ বারের বেঙ্গল টপার এই সিরিয়ালের টিআরপি এখন অনেকটা কমে এসেছে ঠিকই। তবে  দর্শকদের মনে আজও কিন্তু মিঠাইরানির জনপ্রিয়তা ফিকে হয়নি এক ফোঁটাও।

টিআরপি তালিকায় পিছিয়ে পড়ে স্লট হারিয়ে ইতিমধ্যেই রাত আটটার  সন্ধ্যায় ৬ টা সম্প্রচারিত হচ্ছে এই সিরিয়াল। তবে সময় পরিবর্তন হলেও টিআরপি তালিকায় স্লট লিড করে নিজেকে নতুন করে প্রমাণ করেছে মিঠাই। প্রসঙ্গত দীর্ঘ প্রায় দু বছরের যাত্রায় ইতিমধ্যে অনেক পুরস্কার এসেছে মিঠাই রানীর ঝুলিতে।

 

Mithai Soumitrisha Kundu birthday

আর এবার তার মুকুটে জুড়ল আরও এক নতুন পালক (New Record)। আসলে প্রত্যেক মাসেই আরম্যাক্স মিডিয়ার  (Ormax Media) তরফ থেকে বাংলা ভাষায় সম্প্রচারিত সিরিয়ালের চরিত্রদের মধ্যে  জাতীয় স্তরে কে সবচেয়ে বেশি জনপ্রিয় তার তালিকা প্রকাশ করা হয়।

 

View this post on Instagram

 

A post shared by Ormax Media (@ormaxmedia)


আর এই তালিকাতেই ভারতীয় বাংলা ধারাবাহিকের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে সেরার শিরোপা উঠেছে মিঠাইয়ের মুকুটে। জানা যাচ্ছে  এই নিয়ে পরপর ১৯ বার এই এই তালিকায় শীর্ষস্থান দখল করেছে মিঠাই। তাই স্বাভাবিকভাবেই এই খবর পাওয়া মাত্রই খুশির হাওয়া মিঠাই ভক্তদের মধ্যে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥