• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাইয়ের পর কোন সিরিয়ালে দেখা যাবে? সৌমিতৃষা কৌশাম্বীর পর ‘সুখবর’ দিলেন ‘উচ্ছেবাবু’ আদৃত

দীর্ঘ আড়াই বছরের সফর শেষে অবশেষে প্রায় শেষের মুখে জি বাংলার (Zee Bangla) লোকপ্রিয় সিরিয়াল ‘মিঠাই (Mithai)। ৫৪ বারের বেঙ্গল টপার এই সিরিয়ালটি নিঃসন্দেহে বাংলা সিরিয়ালের জগতে একটি মাইলস্টোন। করোনাকালে মুখে মাস্ক পরে শুরু হওয়া এই সিরিয়ালের মধ্য দিয়ে গোটা বাংলা যেন আরো একবার ফিরে পেয়েছিলেন মধ্যবিত্ত বাঙালি পরিবারের পুরনো ঐতিহ্যকে।

জয় গোপাল! বলে সুখে দুঃখে, মিষ্টি মুখে শুরু হওয়া মনোহরারমোদক পরিবারের সফর এবার শেষের মুখে। নিঁখুত অভিনয় দক্ষতা দিয়েই প্রতিটা চরিত্রকেই একেবারে জীবন্ত করে তুলেছিলেন সমস্ত কলাকুশলীরা। তাই নায়ক-নায়িকা সিদ্ধার্থ-মিঠাই (Sidhartha-Mithai) শুধু নয় এই সিরিয়ালের প্রত্যেকটি চরিত্রকেই সমানভাবে ভালোবাসা দিয়েছেন দর্শক।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sihartha,আদৃত রায়,Adrit Roy,নতুন প্রজেক্ট,New Project

তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও মনোহরার সদস্যদের ভীষণ মিস করবেন দর্শক। এই দীর্ঘ আড়াই বছরে সিদ্ধার্থ মোদক চরিত্রটাকে নিজের মধ্যে সত্যিকারেই যাপন করেছিলেন অভিনেতা আদৃত রায়। সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও মিঠাই’ই ছিল আদৃতের প্রথম বাংলা সিরিয়াল। আর এই সিরিয়ালটিতে অভিনয় করেই  তিনি যে পরিমাণ দর্শকদের ভালোবাসা এবং আন্তরিকতা পেয়েছেন তাতে এক কথায় মুগ্ধ আদৃত নিজেই।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sihartha,আদৃত রায়,Adrit Roy,নতুন প্রজেক্ট,New Project

প্রসঙ্গত এই সিরিয়ালের দৌলতে বাংলা জুড়ে এখন অনেক গুলো নাম তাঁর। কারও উচ্ছেবাবু,দাদুর নাতি,সিডি বয় তো কারও কাছে আবার স্বামী সিদ্ধানন্দ। সবমিলিয়ে  এখন বাংলা জোড়া খ্যাতি এই অভিনেতার। বাংলার  তরুণীদের বং ক্রাশ তিনি। প্রসঙ্গত মিঠাই শেষ হওয়ার আগেই নতুন সিরিয়াল ফুলকিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন আদৃতের প্রেমিকা তথা মিঠাই অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sihartha,আদৃত রায়,Adrit Roy,নতুন প্রজেক্ট,New Project

অন্যদিকে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু আগামী দিনে অভিনয় করতে চলে চলেছেন টলিউড সুপারস্টার দেবের আসন্ন সিনেমা ‘প্রধান’-এ। প্রথম সিনেমাতেই দেবের নায়িকা হচ্ছেন পর্দার মিঠাই রানী। তাই সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁর আগামী দিনের পরিকল্পনা কি?

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sihartha,আদৃত রায়,Adrit Roy,নতুন প্রজেক্ট,New Project

এ প্রসঙ্গে আদৃত জানিয়েছেন আগামী দিনে সিনেমা, ওয়েব সিরিজ কিংবা সিরিয়াল কোন কিছুতেই তিনি আপাতত কামব্যাক করছেন না। এখন তিনি সিদ্ধার্থ চরিত্রটার খোলস থেকে ভেঙে বেরিয়ে আসতে চান। তবে সেইসাথে এদিন অভিনেতা জানিয়েছেন নির্দিষ্ট সময় পরে তিনি অবশ্যই কামব্যাক করবেন।