• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ফুলকি’কে জায়গা করে দিতে গুঁড়িয়ে দেওয়া হল ‘মনোহরা’! মিঠাইয়ের প্রতিক্রিয়া দেখে চোখ ভিজল দর্শকদের

Published on:

Zee Bangla Mithai serial set Manohora is broken, pictures are viral on social media

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত সবচেয়ে পুরনো ধারাবাহিক হল জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai)। গত প্রায় আড়াই বছর ধরে সম্প্রচারিত হচ্ছে এই সিরিয়াল। মিঠাই, সিদ্ধার্থ সহ মনোহরার (Manohora) সকলে এখন হয়ে উঠেছেন দর্শকদের ঘরের সদস্য। তবে শীঘ্রই এই সিরিয়ালের পথচলায় ইতি পড়তে চলেছে। আস্তে আস্তে করে এগিয়ে আসছে ‘মিঠাই’ শেষের দিন।

শোনা যাচ্ছে, আর মাত্র কয়েক সপ্তাহ বাকি! এরপরই পাকাপাকিভাবে বিদায় নেবে ‘মিঠাই’। ধারাবাহিকের কলাকুশলীদের সামাজিক মাধ্যমে করা পোস্ট থেকেও এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও কবে সিরিয়াল শেষ হবে সেই বিষয়ে নাকি কেউ এখনও জানেন না। তবে ‘মিঠাই’ শেষ হওয়ার আগেই এমন একটি ছবি সামনে এল যা দেখে মন একেবারে ভেঙে গিয়েছে ‘মিঠাই’প্রেমীদের।

Mithai Serial set, Manohora, Manohora breaking, Manohora broken

কয়েকদিন আগেই পর্দার সিদ্ধার্থ তথা অভিনেতা আদৃত রায়ের একটি পোস্ট দেখে মন খারাপ হয়ে গিয়েছিল দর্শকদের। সেই সঙ্গেই জানা গিয়েছিল, শীঘ্রই ‘মিঠাই’য়ের সেট বদল হতে চলেছে। সাধের মনোহরায় আর শ্যুটিং হবে না। এবার সামনে এল দর্শকদের আবেগের, ভালোবাসার মনোহরা ভেঙে গুঁড়িয়ে (Broken) দেওয়ার ছবি।

সম্প্রতি সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ। এই ছবি দেখে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে গিয়েছে ‘মিঠাই’প্রেমীদের। কেউ কেউ আবার প্রচণ্ড রেগেও গিয়েছেন। সকলের একটাই প্রশ্ন, মনোহরাতেই কি শেষ করা যেত না সিরিয়ালের গল্প? মনোহরা ভাঙার ছবি শেয়ার করে পরিচালক ক্যাপশনে লেখেন, ‘ভাঙা গড়ার খেলা। এই সেদিন তৈরি হচ্ছিল মনোহরা। আর আজকে ভাঙা হচ্ছে’।

Mithai Serial set, Manohora, Manohora breaking, Manohora broken

রাজেন্দ্রবাবুর এই পোস্ট দেখে নিজের আবেগ আটকে রাখতে পারেননি মিঠাইরানী সৌমিতৃষা কুণ্ডুও (Soumitrisha Kundu)। তবে নিজের মনকে কিছুটা শক্ত করে অভিনেত্রী কমেন্ট করেন, ‘নতুনকে জায়গা দিতে হয় হয়তো এভাবেই রাজেনদা’। মিঠাইয়ের এই কমেন্ট দেখেই তাঁর মনের অবস্থা বুঝতে পারছেন অনুরাগীরা।


মনোহরা ভেঙে দেওয়ার পর আপাতত ভারতলক্ষ্মী স্টুডিওরই আর একটি ফ্লোরে ‘মিঠাই’য়ের শ্যুটিং চলছে। যদিও শেষ দিনের শ্যুটিং কবে তা এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, মনোহরার জায়গাতেই জি বাংলার নতুন মেগা ‘ফুলকি’র সেট তৈরি হবে। এরপর সেখানে জোরকদমে চলবে আসন্ন এই সিরিয়ালের কাজ। সন্ধ্যা ৬টা থেকেই টিভিতে দেখানো হবে এই সিরিয়াল। আপাতত ‘মিঠাই’প্রেমীরা চ্যানেলের অফিশিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥