জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকটির জনপ্রিয়তা দেখার মতো। গত দু’বছর ধরে দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে আসছে এই সিরিয়াল। সময়ের সঙ্গে টিআরপি কিছুটা কমলেও ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গাই নেই। নায়ক নায়িকা সিদ্ধার্থ-মিঠাই থেকে শুরু করে সিরিয়ালের প্রত্যেক কলাকুশলী দর্শকদের মনে আলাদা করে স্থান করে নিয়েছেন। বিশেষত মিঠাই চরিত্রটি দর্শকদের খুব কাছের হয়ে উঠেছে। সিরিয়ালের নায়িকা থেকে সে হয়ে উঠেছে দর্শকদের ঘরের মেয়ে।
বিপদে পড়লেই গোপালকে স্মরণ করা থেকে শুরু করে হুর হুর ইংরেজি বলা- মিঠাইয়ের সব কাণ্ডকারখানা দেখতেই দর্শকদের প্রচণ্ড ভালোলাগে। আসলে দর্শকরা চরিত্রটির সঙ্গে প্রচণ্ড একাত্মবোধ করতে পারেন। সিরিয়ালের চরিত্র থেকে মিঠাই যেন হয়ে উঠেছেন তাঁদেরই একজন। সেই জন্যই তো মিঠাইরানী হাসলে দর্শকরা হেসে ওঠেন এবং সে কাঁদলে চোখ ছলছল করে ওঠে তাঁদের।
যদিও ‘মিঠাই’য়ের নিয়মিত দর্শকরা জানেন, গত বেশ কিছুটা সময় ধরেই ধারাবাহিকে দেখানো হচ্ছে মিঠাইরানী মৃত। সেই সঙ্গেই এন্ট্রি হয়েছে মিঠির। যদিও দর্শকরা নিশ্চিত ছিলেন, একদিন না একদিন ঠিক মিঠাই মনোহরায় ফিরবে। অবশেষে সেই দিন আসতে চলেছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। সেখানেই দেখা গিয়েছে, মিঠাই ফিরছে।
‘মিঠাই’য়ের নতুন প্রোমোয় দেখানো হয়েছে, সিদ্ধার্থ আহত অবস্থায় একটি জায়গায় পৌঁছেছে এবং সেখানে মিষ্টি বলে একটি পুঁচকে মেয়ে তাঁকে জল দিচ্ছে। আর ওদিকে সেই মিষ্টিকে খুঁজতেই লণ্ঠন হাতে আসছে মিঠাই। এই প্রোমো দেখার পর দর্শকরা যেমন খুশি হয়েছেন তেমনই তাঁদের মনে উঁকি দিয়েছে বেশ কিছু প্রশ্নও। মিঠাই ফেরার পর মিঠির কি হবে? মিষ্টি কে? সে কি মিঠাইয়ের মেয়ে? এমনই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।
এই সকল প্রশ্নের উত্তর ধারাবাহিকের কাহিনী এগোনোর সঙ্গেই জানা যাবে। কিন্তু মিষ্টির চরিত্রে অভিনয়কারী এই ফুটফুটে বাচ্চাটির পরিচয় কি জানেন? পুঁচকে এই শিশুশিল্পীর আসল নাম অনুমেঘা কাহালি। তাঁর বয়স সম্ভবত ৬ বছর।
‘মিঠাই’ ধারাবাহিকের আগেও অনুমেঘাকে দর্শকরা জি বাংলার ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে দেখেছেন। সেখানে বোধির বোন মুন্নির চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল তাঁকে। সোশ্যাল মিডিয়াতেও এই খুদেশিল্পীর কাজের বেশ কিছু ঝলক প্রকাশ পেয়েছে। এবার অনুমেঘাকে ‘মিঠাই’য়ে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।