• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বন্ধু ছিলাম আছি থাকবো! মিঠাইয়ের শেষ দিনে আবারও একসাথে হাসিমুখে আদৃত-সৌমিতৃষা

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে আবেগের আর এক নাম ‘মিঠাই’ (Mithai)। দীর্ঘ আড়াই বছরের সফর  শেষে এবার একেবারে শেষের মুখে মিঠাই রানী আর তার উচ্ছেবাবুর মিষ্টি প্রেমের গল্প। প্রসঙ্গত এই সিরিয়ালের হাত ধরেই  দর্শকমহলে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন মিঠাই সিদ্ধার্থ (Sidhartha)  চরিত্রের অভিনেতা-অভিনেত্রী আদৃত রায়  এবং সৌমিতৃষা কুন্ডু (Adrit Roy & Soumitrisha Kundu)।

অবশেষে গতকালই শেষ হয়েছে এই সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং। তবে এখনও পর্যন্ত জানা যায়নি টিভির পর্দায় এই সিরিয়ালের সম্প্রচার শেষ কবে হবে? প্রসঙ্গত মিঠাইয়ের শুটিং চলাকালীন আচমকাই পিঠের ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। তাই সুস্থ হওয়ার জন্য মাঝে টানা ১২ দিনের বিরতি নিয়েছিলেন তিনি। কিন্তু মিঠাই শেষ হয়ে যাওয়ায় শেষ দু দুদিনের জন্য শুটিং ফ্লোরে ফিরে  এসেছিলেন সৌমিতৃষা।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,আদৃত রায়,Adrit Roy,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,এক ফ্রেমে,One Frame,এতিম পর্বের শুটিং,Last Day of Shooting

আর বহুদিন পর প্রিয় অভিনেত্রীকে শুটিং ফ্লোরে দেখে ভারতলক্ষ্মী স্টুডিওর বাইরে যেন এক কথায় উপচে পড়েছিল জন জোয়ার। প্রিয় অভিনেত্রীকে উপহারের ডালিতে ভরিয়ে দিয়েছিলেন ভক্তরা। প্রসঙ্গত পর্দায় মিঠাইরানী আর তাঁর উচ্ছেবাবুর রসায়ন যতই সুপারহিট হোক না কেন বাস্তবে নাকি আদৃত সৌমিতৃষার মধ্যে সম্পর্ক নাকি একেবারেই ভালো নেই। যার জন্য কারণ হিসেবে একাধিকবার দায়ী করা হয়েছে আদৃতের চর্চিত প্রেমিকা তথা দিদিয়া অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে।

যদিও বারবার এই জল্পনা জল ঢেলেছেন আদৃত সৌমিতৃষা দুজনেই। কিছুদিন আগেই আদৃতের সাথে অফ স্কিন সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমে  সৌমিতৃষা বলেছিলেন ‘চর্চা তো কখনও শেষ হওয়ার নয়। আমার বরং মনে হয় চর্চা যত হবে ততই ভালো, আমার জন্যও, আদৃতের জন্য়ও। আর আমরা ভালো বন্ধু ছিলাম আর থাকবো।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,আদৃত রায়,Adrit Roy,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,এক ফ্রেমে,One Frame,এতিম পর্বের শুটিং,Last Day of Shooting

এছাড়া বহুদিন পর সৌমিতৃষা সিরিয়ালের শুটিং ফ্লোরে ফেরার পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ‘সিধাই’ জুটির এক মিষ্টি কথোপকথনের ভিডিও। এসবের মধ্যেই শেষবার মিঠাইয়ের অন্তিম পর্বের শুটিং শেষে ভক্তদের জন্য একসাথে একটি সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন সকলের প্রিয় এই জুটি। সেখানে সৌমিতৃষাকে বড় পর্দায় তার ডেবিউয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন আদৃত।

অন্যদিকে তারা দুজনেই জানিয়েছেন আগামী দিনে অবশ্যই তারা আবার কোনো পছন্দের চরিত্র পেলে একসাথে জুটি বাঁধবেন। তবে প্রিয় জুটিকে বহুদিন পর আবার একসাথে অফ স্ক্রিনে এক ফ্রেমে দেখে একেবারে ফিদা হয়ে গিয়েছেন ‘সিধাই’ ভক্তরা।