• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষে বিধবার রোল পেল উচ্ছেবাবুর ‘প্রেমিকা’! প্রকাশ্যে কৌশাম্বীর নতুন সিরিয়ালের প্রোমো

Published on:

Zee Bangla Mithai fame Kaushambi Chakraborty will be seen in Fulki in a widow role

জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালে অভিনয় করে বাংলার দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। সিরিয়ালে নায়ক সিদ্ধার্থের দিদিয়া নন্দার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। যদিও নিজের কর্মজীবনের থেকে বেশি ব্যক্তিগত জীবনের জন্য আলোচনার কেন্দ্রে উঠে আসেন কৌশাম্বী। অনস্ক্রিন ভাই তথা সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়ের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন টেলি ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’।

বহুদিন ধরেই শোনা যাচ্ছে, আদৃত এবং কৌশাম্বী নাকি প্রেম করছেন। দুই তারকা এই নিয়ে কখনও খোলাখুলি কথা বলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রচুর ছবিতে তাঁদের প্রেমের ‘প্রমাণ’ মিলেছে। এবার উচ্ছেবাবুর চর্চিত প্রেমিকার নতুন সিরিয়াল আসতে চলেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সেই ধারাবাহিকের প্রোমো।

Kaushambi Chakraborty, Kaushambi Chakraborty in Fulki, Kaushambi Chakraborty Fulki

গত আড়াই বছর ধরে দর্শকদের মনে রাজত্ব করার পর শেষ হতে চলেছে ‘মিঠাই’। ইতিমধ্যেই ধারাবাহিকের পুরনো সেট ভেঙে ফেলা হয়েছে। নতুন সেটে চলছে অন্তিম পর্বগুলির শ্যুটিং। তবে ‘মিঠাই’ শেষ হওয়ার আগেই নিজের নতুন প্রোজেক্ট শুরু করে দিয়েছেন কৌশাম্বী। জি বাংলারই আসন্ন এক সিরিয়ালে দেখা যাবে তাঁকে।

শোনা যাচ্ছে, ‘মিঠাই’ শেষের পরেই সেই স্লটে সম্প্রচার শুরু হবে জি বাংলা প্রোডাকশনের নতুন সিরিয়াল ‘ফুলকি’র (Fulki)। ‘মিঠাই’য়ের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস ইতিমধ্যেই সেই ধারাবাহিকের পরিচালনার কাজও শুরু করে দিয়েছেন। সেই সিরিয়ালেই পার্শ্ব চরিত্রে দেখা মিলবে ‘দিদিয়া’ কৌশাম্বীর।

Kaushambi Chakraborty, Kaushambi Chakraborty in Fulki, Kaushambi Chakraborty Fulki

‘ফুলকি’তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অভিষেক বোস এবং নবাগতা অভিনেত্রী দিব্যানি মণ্ডল। বক্সিংকে কেন্দ্র করে আবর্তিত হবে ধারাবাহিকের কাহিনী। ইতিমধ্যেই ধারাবাহিকের দ্বিতীয় প্রোমো প্রকাশ্যে এসে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সিরিয়ালের নায়ক একসময় বক্সিং খেলতো। কিন্তু কোনও কারণে সে আর এখন খেলে না। তাঁকে একাকীত্ব গ্রাস করেছে। দ্বিতীয় প্রোমোয় নায়ক-নায়িকার পাশাপাশি নায়কের পরিবারের সদস্যদেরও দেখা মিলেছে।

সেখানেই দেখা গিয়েছে, নায়কের বিধবার বৌদির চরিত্রে অভিনয় করছেন ‘মিঠাই’র দিদিয়া তথা কৌশাম্বী। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে কৌশাম্বীর নতুন সিরিয়ালের লুক এবং প্রোমো। এবার দেখা যাক, ‘মিঠাই’য়ে অভিনয় করে তিনি যেমন জনপ্রিয়তা পেয়েছিলেন, ‘ফুলকি’তে অভিনয় করে তেমন জনপ্রিয়তা পান কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥