• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমরা ভালো আছি’! আদৃতের সঙ্গে প্রেম নিয়ে প্রথমবার মুখ খুললেন কৌশাম্বী

জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন আদৃত রায় (Adrit Roy) এবং সৌমিতৃষা কুণ্ডু। তবে শুধু নায়ক-নায়িকাই নন, আলাদা করে নজর কেড়েছেন নন্দা অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীও (Kaushambi Chakraborty)। সিরিয়ালে নন্দা চরিত্রটির থেকে বেশি অবশ্য কৌশাম্বীর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকমহলে চর্চা হয়। আদৃতের সঙ্গে তাঁর অনস্ক্রিন দিদিয়ার প্রেমের (Relationship) চর্চা এখন সর্বত্র।

গত প্রায় এক বছর ধরে শোনা যাচ্ছে, প্রেম করছেন আদৃত-কৌশাম্বী। এতদিন অবধি এই নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন দু’জনেই। তবে সম্প্রতি ‘মিঠাই’ নায়কের জন্মদিনে নজর কাড়ে কৌশাম্বীর উপস্থিতি। মধ্যরাতে যখন আদৃতের জন্মদিন সেলিব্রেট করা হয়, তখন সেখানে অভিনেতার পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাঁর অনস্ক্রিন দিদিও।

   

Adrit Roy and Kaushambi Chakraborty, Adrit Roy birthday

সেই ছবি প্রকাশ্যে আসা মাত্রই একপ্রকার শিলমোহর পড়ে যায় আদৃত-কৌশাম্বীর সম্পর্কে। তবে সত্যিই কি বাস্তব জীবনে প্রেমিক-প্রেমিকা ‘মিঠাই’ সিরিয়ালের এই দুই শিল্পী? সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খোলেন কৌশাম্বী নিজে।

সম্প্রতি জি বাংলার ‘দিদি নম্বর ১’র সেটে এক নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বসেন কৌশাম্বী। সবার প্রথমে ‘মিঠাই’ শেষ হওয়া নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘মন খারাপ তো হবেই। এটা এমন একটা ধারাবাহিক যেখানে শুধুমাত্র নায়ক-নায়িকাকেই নয়, আমাদের সবাইকে একরকম ভালোবাসা দিয়েছেন দর্শকরা। সবার সঙ্গে আর দেখা হবে না ভেবেই খারাপ লাগছে’।

Mithai fame Kaushambi Chakraborty posts sweet picture on rumoured boyfriend Adrit Roy’s birthday

এরপরই আদৃতের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেন কৌশাম্বী। মাঝখানে শোনা গিয়েছিল, ‘মিঠাই’ নায়কের সূত্রেই নাকি তিনি কাজের সুযোগ পাচ্ছেন। এই বিষয়ে কৌশাম্বী বলেন, ‘বেশ কয়েকটা সিরিয়াল করে ফেললাম। নায়িকা হিসেবেও আমি কাজ করেছি। তাই এই কথাগুলো শুনলে খারাপ তো লাগেই। কারোর সাহায্য নিয়ে আমি নিজের কেরিয়ার তৈরি করিনি’।

সত্যি সত্যিই কি আদৃতের সঙ্গে প্রেম করছেন কৌশাম্বী? প্রশ্ন রাখা হয় ‘মিঠাই’র নন্দার সামনে। জবাবে অভিনেত্রী সাফ বলেন, তিনি এবং আদৃত খুব ভালো বন্ধু। কৌশাম্বীর কথায়, ‘কিছু জিনিস ব্যক্তিগতই থাক। সবকিছু না বলাই উচিত বলে আমার মনে হয়। আমি আর আদৃত ভালো বন্ধু এবং আমরা ভালো আছি’। প্রসঙ্গত, ‘মিঠাই’ শেষ হওয়ার পর জি বাংলার আসন্ন মেগা ‘ফুলকি’তে দেখা যাবে কৌশাম্বীকে।

site