• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলাদেশি মেয়ে কলকাতার লেডি গোয়েন্দা! ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতার অভিনয়ে মুগ্ধ দুই বাংলার দর্শকেরা

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম জগদ্ধাত্রী (Jagaddhatri)। বিগত কয়েক মাস ধরে প্রতিপক্ষ চ্যানেলের টপ ধারাবাহিকের সাথে জব্বর টক্কর চলছে এই সিরিয়ালের। টিআরপি (TRP) তালিকায় প্রতিবারেই দ্বিতীয় স্থানে জ্বল জ্বল করতে দেখা যাচ্ছে জগদ্ধাত্রীর নাম। সিরিয়ালে মূল চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। সম্প্রতি নায়িকার সম্পর্ক বেশ কিছু তথ্য জানা গিয়েছে যেটা নিয়ে বেশ চর্চা চলছে।

যেমন রূপ তেমনি অভিনয়ের দক্ষতা সব মিলিয়ে শুরু থেকেই সকল দর্শকের মন জয় করেছেন অঙ্কিতা। তবে অনেকেই জানেন না অঙ্কিতা কিন্তু আসলে ভারতীয় নন বরং বর্তমানে কলকাতায় থাকলেও অভিনেত্রীর আসল শেকড় কিন্তু বাংলাদেশে।

   

Zee Bangla Jagaddhatri Serial 1st Episode

এমনিতেই পশ্চিমবঙ্গ তথা ভারতের বাংলা সিরিয়ালের চাহিদা ওপর বাংলাতেও রয়েছে ব্যাপক। দুই বঙ্গেই অভিনেত্রীর ফ্যানবেস বেশ স্ট্রং। বলা যেতে পারে গোয়েন্দা হয়ে শুধুমাত্র কলকাতা নয়, পূর্ব ও পশ্চিম দুই বাংলাতেই দাপিয়ে বেড়াচ্ছেন জগদ্ধাত্রী অভিনেত্রী।

যেমনটা জানা যাচ্ছে, ২৮শে ২০০১ সালে জন্ম অঙ্কিতা মল্লিকের। একান্নবর্তী পরিবারেই বড় হয়েছেন অভিনেত্রী। ছোটবেলার পড়াশোনা হয়েছিল সিঙ্গুর গোলাপ মোহিনী গার্লস হাই স্কুল থেকে। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন কলকাতা আশুতোষ কলেজে। তবে পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ের দিকেও বেশ আগ্রহী ছিলেন তিনি।

Ankita Mallick in saree

কলকাতায় এসে পড়াশোনার পাশাপাশি মডেলিং চলতে থাকে। সেই থেকেই আসে সিরিয়ালের সুযোগ। প্রথম চান্সেই জি বাংলার জগদ্ধাত্রী এর নায়িকার চরিত্র পেয়ে যান। তারপরের টা আলাদা করে বলার কিছুই নেই, দর্শকদের ভালোবাসা প্রতি সপ্তাহেই প্রতিফলিত হচ্ছে টিআরপি তালিকায়।

প্রসঙ্গত, ধারাবাহিকে দাপুটে গোয়েন্দা অফিসার চরিত্রে দেখা যাচ্ছে অঙ্কিতাকে। মাত্র ২১ বছর বয়সেই এই চরিত্রকে নিজের দক্ষতায় অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। সেই কারণেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে অভিনেত্রীর। এমনকি অঙ্কিতা নিজেও বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন।

site