• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ময়ূরীর সব চালাকি শেষ! মেঘকে অপদস্থ করার চরম শাস্তি দিল নীল

Published on:

Zee Bangla Icche Putul Serial Souraneel will punish Mayuri soon

অল্পদিনেই বিশেষভাবে দর্শকদের নজর কাড়ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছেপুতুল’ (Iccheputul)। বাংলা সিরিয়ালের দর্শকরা জানেন এই সিরিয়ালটি স্টার জলসার পুরনো সিরিয়াল ‘ইচ্ছেনদী’র দ্বিতীয় সিজন হলেও দুই সিরিয়ালের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। তাই এই সিরিয়ালের নতুনত্বই সিরিয়ালটিকে আলাদা করেছে অনান্য বাংলা সিরিয়াল গুলির থেকে।

টিভির পর্দায় বয়স বেশিদিন না হলেও এই অল্প দিনেই দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা রয়েছে চোখে পড়ার মতো। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন মেঘের দিদি ময়ূরী ছোট থেকেই তার বোনকে অপদস্থ করার কোন সুযোগই হাতছাড়া করে না। ধারাবাহিকের শুরুতেও দেখা গিয়েছিল মেঘের স্বামীকে ছলেবলে কৌশলে বিয়ে করার ফন্দি এঁটেছিল সে।

Icheputul, Megh Mayuri Souroneel New Promo

কিন্তু শেষ পর্যন্ত মেঘের সাথেই বিয়ে হয়েছে সৌরনীলের। কিন্তু বিয়ের পরেও শান্তি নেই মেঘের। বোনের  শ্বশুর বাড়ি এসেও তাকে পদে পদে  বিপদে ফেলেই আনন্দ ময়ূরীর। এছাড়া কলেজে কিংবা পাড়ার গানের অনুষ্ঠান কোথাও গিয়েই নিস্তার নেই মেঘের।

গত পর্বেই দর্শক দেখেছেন, কিভাবে পরীক্ষার সময় মেঘের ব্যাগে টুকলি রেখে দিয়ে তাকে তাকে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টায় ছিল ময়ূরী।  শুধু তাই নয় এরপর আবার দেখা গিয়েছে পাড়ার গানের অনুষ্ঠানে  আইসক্রিম খাইয়ে বোনের  গলা নষ্ট করেফন্দি এঁটেছিল ময়ূরী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Icche Putul,মেঘ,Megh,ময়ূরী,Mayuri,সৌরানীল,Souryaneel,নতুন চমক,New Twist

এখানেই শেষ নয়, এবার এরপর যখন দেখা যাচ্ছে সৌর নীল মেঘের মন ভালো করার জন্য তাকে হানিমুনে সুইজারল্যান্ড নিয়ে যাওয়ার প্ল্যান করছে।  তখনও নতুন করে ছক কষতে  শুরু করে দিয়েছে ময়ূরী। আর সেই কারণেই আগামী পর্বে দেখা যাবে শেষ মুহূর্তে মেঘের পাসপোর্ট সরিয়ে রাখবে ময়ূরী।

কিন্তু ময়ূরীর শয়তানি  বুঝে যাবে সৌরানীল। কারণ নিজে থেকেই মেঘের ব্যাগ গোছানর দায়িত্ব নিয়েছিল ময়ূরী। তাই সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে নীলের কাছে। তাই এবার ময়ূরীকে জব্দ করতে নীল সকলের সামনে তার মুখোশ টেনে খুলে ফেলবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥