জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘গৌরী এলো’ (Gouri Elo)। বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে ধর্মীয় বিষয়কেন্দ্রিক এই সিরিয়ালের চাহিদা রয়েছে বরাবরই। এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা সকলেই জানেন এই সিরিয়ালের নায়ক নায়িকা ঈশান-গৌরী (Ishan-Gouri) হলেন হর পার্বতীর মানব রূপ।
তাই সেই সুবাদেই ধর্ম আর বিজ্ঞানের মিশলে তৈরি এই ধারাবাহিকে মাঝে মধ্যেই দেখা যায় নানা ধরনের অলৌকিক সব কান্ড কারখানা। বিশেষ করে ঘোষাল বাড়ির মা ঘোমটা কালী গৌরির হাত ধরে মাঝেমধ্যেই নানান ধরনের অলৌকিক সব ঘটনা ঘটিয়ে থাকেন।
তবে এতদিন এই ধরনের অলৌকিক ঘটনার সাথে শুধুমাত্র গৌরির যোগ থাকলেও এখন দেখা যাচ্ছে ডাক্তারবাবু ঈশান যে নিজেও স্বয়ং দেবাধিদেব মহাদেবের ভক্ত সেও কম যায় না। অজান্তেই সে এমন এমন কান্ড ঘটিয়ে বসছে যার পিছনে সত্যিই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তার মধ্যে যেমন রয়েছে আগুনের ওপর পা দিয়ে আসা কিংবা নিজের কপাল গৌরির কপালে ঠেকিয়ে গৌরিকে প্রাণে বাঁচানো সহ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার মতো নানান অলৌকিক ঘটনা।
যা দেখে দর্শকদের মতোই প্রত্যেকবার অবাক হয়ে যায় ঈশান নিজেও। ইতিমধ্যে বহুবার এই সিরিয়ালের বিরুদ্ধে ধর্ম নিয়ে ছেলে খেলা করার অভিযোগ উঠেছে। এমনকি দর্শকদের অনেকেই এই সিরিয়াল বয়কট করারও দাবি তুলেছেন বহুবার। এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন ঘোষাল বাড়িতে প্রচলিত কথা অনুযায়ী যখনই মানবরূপী হরগৌরীর মিলন হবে তখনই ঘোমটা কালির ঘোমটা খসে পড়বে।
ইতিপুর্বে একাধিকবার এই ঘটনার সাক্ষী থেকেছেন দর্শক। ধারাবাহিকের আসন্ন পর্বে আবারও দেখা যাবে ঈশ্বরের মানবরূপ ঈশান গৌরির মহা মিলন পর্ব। আসন্ন পর্বে দেখা যাবে প্রথমে গৌরী লজ্জা পেলেও আবারও একে অপরের কাছাকাছি আসবে গৌরী আর তাঁর ডাক্তারবাবু।
আর তাঁরা একে অপরের সাথে ঘনিষ্ঠ হতেই দেখা যাবে মন্দিরের ঘন্টা আপনা আপনিই বাজতে শুরু করেছে আর মা ঘোমটা কালির ঘোমটার চাঙরে ফাটল ধরেছে। প্রসঙ্গত বাংলা সিরিয়ালে এখন দেখা যাচ্ছে নায়িকাদের মা হওয়ার ট্রেন্ড। তাই ঈশান গৌরীর এদিনের মহা মিলন পর্ব দেখে দর্শকরাও বলছেন এবার মা হবে গৌরীও।