আর মাত্র হাতে গোনা কয়েকদিন তারপরে হুড়মুড়িয়ে এসে পড়বে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই মহালয়া (Mohaloya)। আর বাঙালির কাছে মহালয়ার সকালে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী (Mahishasur Mardini) ছাড়া গোটা পূজো এক কথায় অসম্পূর্ণ। সেই ছোট থেকেই ধুলো ঝাড়া রেডিওতে মহালয়া শোনা মানেই বাঙালির কাছে নিয়ে আসে একরাশ নস্টালজিয়া।
আশা করা যায় প্রতি বারের মত এবারেও তার ব্যতিক্রম হবে না। রেডিওতে মহালয়া শোনা শেষ হতেই শুরু হয়ে যায় টিভিতে বিভিন্ন চ্যানেলে মহিষাসুরমর্দিনী। সেখানে পাল্লা দিয়ে চলে বিভিন্ন টেলিভিশন অভিনেত্রীদের দুর্গা সাজার প্রতিযোগিতা। কোন চ্যানেলে কে দুর্গা হচ্ছেন তা জানতে প্রতিবছরই দর্শকদের কৌতূহলের অন্ত থাকে না।
বাংলা টেলিভিশন দুনিয়ারর অন্যতম জনপ্রিয় বিনোদনমূলক চ্যানেল হলো জি বাংলা। এই চ্যানেলেই গত বছর দুর্গা হয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। পাশাপাশি তার সাথে মা দুর্গার নানান রূপে দেখা গিয়েছিল মিঠাই,যমুনা,শ্যামা সহ একাধিক টেলি অভিনেত্রীদের। তাই এবারও স্বাভাবিকভাবেই কে দুর্গা হচ্ছেন তা জানার জন্য দর্শকদের কৌতূহলের অন্ত নেই।
প্রসঙ্গত এই মুহূর্তে বাংলার সেরা সিরিয়াল বলতে প্রথমেই আসে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর নাম। তাকে নিয়ে অনুরাগীদের মাতামাতির শেষ নেই। মাঝে শোনা গিয়েছিল এবছর জি বাংলার তরফে মহিষাসুরমর্দিনী হচ্ছেন সকলের প্রিয় মিঠাই (Mithai) রানী।একথা শোনার পর থেকেই আশায় বুক বেঁধেছিলেন মিঠাই ভক্তরা।
কিন্তু এরই মধ্যে জানা যাচ্ছে মিঠাই নয় ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki) খ্যাত জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে দেখা যাবে দূর্গা রূপে। কিছুদিন আগেই টিভির পর্দায় শেষ হয়েছে শ্বেতা অভুনিত জনপ্রিয় সিরিয়াল ‘যমুনা ঢাকি’। তারপরে দর্শকদের বড় চমক দিয়ে টলিউড সুপারস্টার দেবের সাথে বড়পর্দায় ডেবিউ করেছেন শ্বেতা। আর এসবের মধ্যেই এবার শোনা যাচ্ছে মহালয়াতে দুর্গা হচ্ছেন ছোট পর্দার যমুনা ঢাকি। এই খবরে ভীষণ খুশি হয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা।