• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্ণাকে ফাঁসাতে নতুন চক্রান্ত তিন্নি আর বটু সোনার! ‘নিম ফুলের মধু’তে আসছে মোড়ঘোরানো পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Neem Phooler Madhu Tinni and Batu sona’s new plot to trap Parna

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। পর্ণা (Parna) এবং সৃজনের কাহিনী ভীষণ পছন্দ দর্শকদের। সেই সঙ্গে বোনাস হিসেবে রয়েছে বাবুউউর মা কৃষ্ণা সহ দত্ত বাড়ির সকল সদস্যরা। পরকীয়া-কুটকচালির ভিড়ে একান্নবর্তী পরিবারের গল্প দেখিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই সিরিয়াল।

‘নিম ফুলের মধু’র সাম্প্রতিক পর্বে যেমন দেখানো হয়েছে, নিজেদের শাড়ির ব্যবসাকে আরও প্রতিষ্ঠিত করে তুলতে নতুন পরিকল্পনা করে পর্ণা। শ্বশুরবাড়িতে ফ্যাশান শোয়ের আয়োজন করে বাবুর বৌ। সেখানে দত্ত বাড়ির সকল মহিলাকে শাড়ি পরে র‍্যাম্প ওয়াক করতে দেখা যায়। যদিও পর্ণার ফ্যাশান শোয়ের এই আইডিয়ায় জল ঢেলে দিতে চেয়েছিল তিন্নি (Tinni)।

Neem Phooler Madhu serial Parna's fashion show with Dutta family

কিন্তু শেষ পর্যন্ত ভেস্তে যায় তিন্নির সেই পরিকল্পনা। ভালোভাবেই সম্পন্ন হয় পর্ণার আয়োজিত ফ্যাশান শো। কিন্তু তিন্নিও যে থেমে থাকার পাত্রী নয়। ফ্যাশান শো নষ্ট করার পরিকল্পনা ব্যর্থ হলেও, এবার পর্ণাকে ফ্যাসাদে ফেলতে নতুন চক্রান্ত করতে চলেছে তিন্নি এবং তাঁর বটু সোনা (Batu Sona)।

ইতিমধ্যেই জি বাংলার তরফ থেকে ‘নিম ফুলের মধু’র নতুন প্রোমো (Promo) শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, পর্ণাকে ফাঁসানোর জন্য ছদ্মবেশ ধারণ করে বটু সোনা। তিন্নির মাসি সেজে দত্ত বাড়িতে এন্ট্রি নেয় সে। অর্থাৎ এবার পর্ণার সামনে থেকেই বটু তাঁর ক্ষতি করার চেষ্টা করবে।

Neem Phooler Madhu, Neem Phooler Madhu new promo

‘নিম ফুলের মধু’র নতুন প্রোমোয় দেখা গিয়েছে, বটু সোনাকে পুলিশের হাতে তুলে দেয় পর্ণা। কিন্তু সেই সময় বটু সোনা হুমকি দিয়ে বলে, সুপ্রকাশ বটব্যালকে আটকে রাখতে পারে এরকম জেল এখনও তৈরি হয়নি পর্ণা। আমি আবার ফিরে আসবো। এরপরেই পর্ণা টিভিতে দেখে, পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় সুপ্রকাশ।

এরপরেই দেখা যায়, তিন্নির সঙ্গে হাত মিলিয়ে মহিলার ছদ্মবেশ ধারণ করে দত্ত বাড়িতে ঢুকেছে সুপ্রকাশ। তিন্নি বলে, এটা তাঁর ফুলমাসি। কয়েকটা দিন দত্ত বাড়িতেই থাকবে। পর্ণা কি চিনতে পারবে ছদ্মবেশ ধারণকারী সুপ্রকাশকে নাকি তিন্নি আর বটু সোনার চক্রান্তে সে ফেঁসে যাবে? উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আসন্ন পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥