• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মিঠাই’ শেষ হতে না হতেই ফের পর্দায় ফিরছেন ‘শ্রীতমা’! দিয়ার নতুন লুক দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা

Published on:

Zee Bangla,Mithai,Diya Mukherjee,Bengali serial,Serial,Short film,Actress,Bengali serial actress,Entertainment,Sritama,জি বাংলা,মিঠাই,দিয়া মুখোপাধ্যায়,বাংলা সিরিয়াল,সিরিয়াল,শর্ট ফিল্ম,অভিনেত্রী,বাংলা সিরিয়ালের অভিনেত্রী,শ্রীতমা,বিনোদন,Diya Mukherjee short film,Mithai serial Sritama,মিঠাই সিরিয়াল শ্রীতমা,দিয়া মুখোপাধ্যায় শর্ট ফিল্ম

বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন দিয়া মুখোপাধ্যায় (Diya Mukherjee)। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বিশেষত জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। ‘শ্রীতমা’ (Sritama) চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে ব্যাপক ভালোবাসা পেয়েছেন।

গত আড়াই বছর ধরে দর্শকদের মনোরঞ্জনের রসদ জোগানোর পর সম্প্রতি পথচলা শেষ হয়েছে ‘মিঠাই’র। বিদায় নিয়েছে মিঠাইরানী, উচ্ছেবাবু সহ মনোহরার সকল সদস্যরা। জি বাংলার এই সিরিয়াল ভুলে আস্তে আস্তে নতুন কাজে মন দিচ্ছেন ধারাবাহিকের সকল কলাকুশলী। ‘শ্রীতমা’ অভিনেত্রী দিয়াও এবার নতুনভাবে পর্দায় ফিরতে চলেছেন।

Diya Mukherjee, Diya Mukherjee short film, Mithai and Sritama

‘মিঠাই’ শেষ হওয়ার পর নায়িকা সৌমিতৃষা কুণ্ডু বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন। টলি সুপারস্টার দেবের নায়িকা হয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন তিনি। ‘নন্দা’ অভিনেত্রী কৌশাম্বী এবং ‘রাজীব’ অভিনেতা সৌরভ ধারাবাহিকে অভিনয় করছেন। ‘নীপা’ ঐন্দ্রিলাও সম্প্রতি একটি জনপ্রিয় ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন।

Diya Mukherjee, Diya Mukherjee short film, Mithai and Sritama

এবার পর্দার শ্রীতমা তথা দিয়াও নতুন কাজের সুখবর শুনিয়ে দিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন টিমের সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘গতকাল রাতে আমাদের শ্যুটিং শেষ হল’। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, এখনও অবধি তাঁকে যে ধরণের চরিত্রে দেখা গিয়েছে, এই প্রোজেক্টে তাঁকে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে।


একটি নামী সংবাদমাধ্যমে প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘মিঠাই’ শেষের পর একটি শর্ট ফিল্মে (Short Film) অভিনয় করেছেন দিয়া। স্বল্পদৈর্ঘ্যের এই ছবির মাধ্যমে নিজের কেরিয়ারের একটি নতুন ইনিংস শুরু করলেন তিনি। কারণ এর আগে অভিনেত্রীকে কখনও শর্ট ফিল্মে অভিনয় করতে দেখেননি দর্শকরা। দিয়া এই সুখবর শেয়ার করার সঙ্গেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।


প্রসঙ্গত, ‘মিঠাই’র হাত ধরে ব্যাপক জনপ্রিয়তা পেলেও এর আগেও বহু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। জি বাংলার ‘সীমারেখা’, স্টার প্লাসের ‘নজর’ ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শকরা। এবার সেই দিয়াকেই সম্পূর্ণ ভিন্ন রূপে পর্দায় দেখতে চলেছেন দর্শকরা। কেরিয়ারের এই নতুন ইনিংসেও তিনি সাফল্য পাক এটাই কামনা করছেন সকলে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥