• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালের সম্পূর্ণ কাস্টিং : অভিনেতা-অভিনেত্রীদের নাম সহ আসল পরিচয়

Updated on:

Zee Bangla Bengali serial Kon Gopone Mon Bhesechhe casting wiki real names of actor actresses

বছর শেষের আগে একের পর এক চমক দিচ্ছে জি বাংলা (Zee Bangla)। নববর্ষের প্রাক্কালে একের পর এক নতুন ধারাবাহিক আনছে চ্যানেল কর্তৃপক্ষ। সদ্য শুরু হয়েছে ‘আলোর কোলে’ এবং ‘মিঠিঝোরা’র সফর। শীঘ্রই শুরু হবে নতুন মেগা ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe) এর সম্প্রচার। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সেই সিরিয়ালের প্রোমো।

জি বাংলার আসন্ন এই ধারাবাহিকে (Bengali Serial) মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণজয় বিষ্ণু এবং শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharjee)। এই সিরিয়ালে গ্রামের মেয়ের ভূমিকায় দেখা যাবে শ্বেতাকে। কলকাতায় বিনোদ বলে একজনের খোঁজে এসেছে বিপদে পড়বে সে। তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে শহরের ছেলে রণজয় বিষ্ণু (RanojoyBishnu)। আজকের প্রতিবেদনে আসন্ন এই মেগার সম্পূর্ণ কাস্টিং তুলে ধরা হল।

‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়াল এর কাস্ট (Kon Gopone Mon Bhesechhe Serial Cast)

সিরিয়ালের নামকোন গোপনে মন ভেসেছে
সম্প্রচারকারী চ্যানেলজি বাংলা
প্রধান নায়করণজয় বিষ্ণু
প্রধান নায়িকাশ্বেতা ভট্টাচার্য
সম্প্রচার শুরুর দিনক্ষণএখনও সম্প্রচার শুরু হয়নি
টাইম স্লটএখনও সম্প্রচার শুরু হয়নি
মোট পর্বএখনও সম্প্রচার শুরু হয়নি

 

‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়াল এর সম্পূর্ণ কাস্টিং (Kon Gopone Mon Bhesechhe Serial Casting)

জি বাংলার আসন্ন এই মেগায় কোন চরিত্রে দেখা যাবে কোন অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে চলুক এক ঝলকে দেখে নেওয়া যাক।

শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)

‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালের নায়িকার চরিত্রে দেখা যাবে শ্বেতাকে। গ্রামের সাদাসিধে মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। কোনও এক বিনোদকে খুঁজতে প্রথমবার কলকাতায় আসে সে। শহরে আসার পথে ট্রেনের মধ্যে ব্যাগ চুরি যায় তার। এরপর কলকাতায় এসে এক খারাপ লোকের খপ্পরে পড়ে বাইজী বাড়িতে ঠাই হচ্ছিল নায়িকার। কিন্তু শেষ পর্যন্ত বুদ্ধির জোরে সেখান থেকে পালিয়ে আসে সে।

Sweta Bhattachary Kon Gopone Mon Bhesechhe serial casting

রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)

শহর কলকাতার স্মার্ট ছেলের চরিত্রে অভিনয় করছেন রণজয়। প্রোমোয় দেখা গিয়েছে, শ্বেতাকে রাস্তার মধ্যে হন্তদন্ত হয়ে ছুটতে দেখে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় নায়ক। যদিও প্রথমে তাকে নায়িকা খারাপ লোক ভেবেছিল। তবে শেষ পর্যন্ত নায়কের কাছেই ফিরে আসে সে।

Ranojoy Bishnu Kon Gopone Mon Bhesechhe serial casting

অনিমেষ ভাদুড়ি (Animesh Bhaduri)

‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে অনিমেষ ভাদুড়িকে। যদিও তাঁকে কোন চরিত্রে দেখা যাবে তা এখনও জানা যায়নি।

Animesh Bhaduri as Debangshu Chatterjee in Sohag Jol serial

অদিতি চট্টোপাধ্যায় (Aditi Chatterjee)

অভিনেত্রী অদিতি চট্টোপাধ্যায়কেও দেখা যাবে জি বাংলার আসন্ন এই সিরিয়ালে। অদিতির চরিত্রের নামও এখনও প্রকাশ্যে আসেনি।

Aditi Chatterjee Kon Gopone Mon Bhesechhe serial casting

নীল চট্টোপাধ্যায় (Neil Chatterjee)

জনপ্রিয় টেলি অভিনেতা নীল চট্টোপাধ্যায়কেও দেখা যাবে ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে। তাঁর চরিত্রের নামও এখনও প্রকাশ্যে আসেনি।

Neil Chatterjee Kon Gopone Mon Bhesechhe serial casting

OTT-তে কোথায় দেখবেন ‘কোন গোপনে মন ভেসেছে’?

জি বাংলার বাকি সকল সিরিয়ালের মতো ‘কোন গোপনে মন ভেসেছে’র প্রত্যেকটি পর্ব জি ফাইভ অ্যাপে দেখা যাবে।  

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥