• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুন সংসার পাতবো, পরাগ-প্রতীক্ষার কথায় গলে গেল শিমুল! আগাম পর্ব ফাঁস হতেই হায় হায় করছে নেটপাড়া

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shimul trusts Paag and Pratiksha

‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) শিমুলের জীবনে কষ্টের শেষ নেই। বিয়ে করে সুখে সংসার করার স্বপ্ন তার ভঙ্গ হয়েছিল অনেক আগেই। এই কঠিন সত্যির সঙ্গে এখন নিজেকে মানিয়ে নিয়েছে সে। তবে পরাগের ভালোমানুষির নাটক দেখে ফের নতুন করে সবটা শুরু করার স্বপ্ন দেখছে শিমুল। সে বুঝতে পারছে না ভেতরে ভেতরে কত বড় ষড়যন্ত্র করছে তার স্বামী।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, শিমুলকে তাড়ানোর জন্য পরাগ এখন ভালোমানুষির নাটক করছে। পরাগের এই নাটকে এখন শামিল হয়েছে প্রতীক্ষাও। দু’জন মিলে শিমুলের কাছে ভালো সাজার চেষ্টা করছে। শুরুতে সন্দেহ হলেও, এখন আস্তে আস্তে গলতে শুরু করেছে শিমুলের (Shimul) মন।

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Parag praised Shimul infront of everyone

আসলে পরাগের (Parag) ছাত্রী প্রিয়াঙ্কা তাকে এই ভালোমানুষির নাটক করতে বলেছে। প্রিয়াঙ্কা এখন পরাগকে বিয়ে করার স্বপ্ন দেখছে। একটা সরকারি চাকরি ওয়ালা বর পাওয়ার লোভে এমনটা করছে সে। আর পরাগও স্ত্রীকে ভুলে ছাত্রীর প্রেমে মাতোয়ারা হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ সূর্য-সয়ম্ভুকে টেক্কা দিয়ে বাজিমাত! রইল বাংলার নতুন ক্রাশ ‘গীতা LLB’র নায়কের আসল পরিচয়

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বেই দেখানো হয়, পরাগের ভালোমানুষির নাটক দেখে গলে গিয়েছে মধুবালার মন। সে ভাবছে, সত্যিই হয়তো তার ছেলে নিজের ভুল বুঝতে পেরেছে। তবে পরাগের মনে যে কী চলছে সেই বিষয়ে বিন্দুমাত্র ধারণা নেই তার মায়ের।

Kar Kache Koi Moner Kotha Shimul understands Parag is ready to do something

আজকের পর্বে দেখা যায়, প্রতীক্ষাও শিমুলের সামনে ভালো সাজার নাটক শুরু করেছে। সবার সামনে প্রতীক্ষা তার প্রশংসা করে। যা শুনে প্রথমে কিছুটা অবাক হয়ে যায় শিমুল। কারণ এতদিন তাকে খারাপ কথা ছাড়া আর কিছুই বলেনি প্রতীক্ষা। এমনকি দুর্গা পুজোর ভাসানের দিন তাকে বিষ খাইয়ে মারার চেষ্টা অবধি করেছিল সে।

আরও পড়ুনঃ পার্শ্বচরিত্র থেকে সোজা নায়িকা, পুনর্জন্মের গল্প নিয়ে আসছে ‘চিনি’, প্রকাশ্যে প্রথম প্রোমো

তাই এবার প্রতীক্ষার ভালোমানুষির নাটক দেখে ধন্দে পড়ে যায় শিমুল। তাকে বিশ্বাস করা উচিত নাকি সাবধান হওয়া উচিত সেটা কিছুতেই বুঝতে পারে না। তবে শিমুল মনে মনে ভাবে, পরাগ যদি সত্যিই ভালো হয়ে গিয়ে থাকে তাহলে তাকে আর কোথাও যেতে হবে। পরাগের সঙ্গে ফের নতুন করে সংসার পাতার স্বপ্ন দেখতে শুরু করে সে। কিন্তু ভেতরে ভেতরে তার স্বামী যে কত বড় ষড়যন্ত্র করছে তা আন্দাজও করতে পারে না শিমুল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥