• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মৃত্যুশয্যায় শিমুল, স্ত্রীয়ের প্রাণসংশয় দেখে ভালো হয়ে যাবে পরাগ! টিভির আগেই ফাঁস তুলকালাম টুইস্ট

বাস্তবভিত্তিক কাহিনী দেখিয়েও যে দর্শকদের মন জয় করা যায় তা প্রমাণ করে দিয়েছে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। মেয়েদের দুর্দশার কাহিনী পর্দায় ফুটিয়ে তুলে প্রশংসা আদায় করে নিয়েছে অর্ক গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিক। সেই সঙ্গে প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকাতেও চমক দিচ্ছে এই মেগা। এবার এই ধারাবাহিকেই (Bengali Serial) আসছে বাম্পার টুইস্ট।

‘কার কাছে কই মনের কথা’র নিয়মিত দর্শকরা জানেন, বিয়ের পর থেকে স্বামীর অত্যাচার সহ্য করছে নায়িকা শিমুল (Shimul)। বৈবাহিক ধর্ষণ থেকে শুরু করে মারধর- পরাগ বাদ দেয় না কিছুই। শিমুল ভালো কিছু করলেও রেগে যায় সে। তবে এবার সেই পরাগই (Parag) সম্পূর্ণ পাল্টে যেতে চলেছে।

   

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Palash provokes Parag againt Shimul

নিজের অমায়িক ব্যবহারের মাধ্যমে ইতিমধ্যেই শাশুড়ি মধুবালার মন জয় করে নিয়েছে শিমুল। যে মধুবালা একসময় শিমুলকে দু’চোখে দেখতে পারতো না, এখন তিনিই বৌমার পাশে দাঁড়াতে ছেলেদের বিপক্ষে চলে যান। এবার পরাগের মধ্যেও একই রকম পরিবর্তন দেখতে চলেছেন দর্শকরা।

শোনা যাচ্ছে, শিমুলকে বিষ খাওয়ানোর পরেই নিজের ভুল বুঝতে পারবে পরাগ। স্ত্রীয়ের প্রাণসংশয় দেখে অনুতাপ হবে তার। এরপরেই ভালো হয়ে যাবে সে। মা মধুবালার মতো এবার পরাগও বুঝতে পারবে শিমুল মানুষ হিসেবে কতখানি ভালো।

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Parag Palash give poison to Shimul

ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা গিয়েছে, পলাশের পরামর্শ মতো বিজয়া দশমীর দিন শিমুলকে সিদ্ধির মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দেয় পরাগ। সেই সিদ্ধি খাওয়া মাত্রই অচেতন হয়ে পড়ে শিমুল। এরপর স্ত্রীয়ের দেহে প্রাণ আছে কিনা তা দেখতে আসে পরাগ। তখনই স্বামীর হাত চেপে ধরে শিমুল জিজ্ঞেস করে, এমন কেন করলে তুমি?

Kar Kache Koi Moner Kotha Parag

শিমুলের মুখে এই প্রশ্ন শুনে হতবাক হয়ে যায় পরাগ। শোনা যাচ্ছে, পলাশের পরামর্শে শিমুলের এত বড় ক্ষতি করার পর নিজের ভুল বুঝতে পারবে পরাগ। অনুতাপ বোধে ভোগার পাশাপাশি ভাইয়ের বিরোধিতাও করতে দেখা যাবে তাকে। মনে করা হচ্ছে, পরাগ ভালো হয়ে যাওয়ার পর ভিলেন হিসেবে দেখা যাবে পলাশ এবং প্রতীক্ষাকে। দাদা-বৌদির জীবনে ঝড় তুলতে রোজ নিত্যনতুন চক্রান্ত করবে মধুবালার ছোট ছেলে এবং বৌমা।

site