• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও! স্বয়ম্ভূর সাথে রোম্যান্স করে লাজে রাঙা জগদ্ধাত্রী, প্রকাশ্যে ভিডিও

Published on:

Zee Bangla Bengali Serial Jagadhatri Couple Ankita Soumyadeep romantic video goes viral

প্রসঙ্গত শুরু থেকেই একের পর এক ছক্কা হাঁকিয়ে জি বাংলার (Zee Bangla) ফার্স্ট গার্ল হিসাবে নিজের সিংহাসন ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) ওরফে জ্যাস সান্ন্যাল। এই জগদ্ধাত্রীর চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। প্রসঙ্গত এটাই অঙ্কিতার অভিনীত প্রথম ধারাবাহিক  হলেও তার অভিনয়ে দেখে তা বোঝার উপায় নেই।

প্রসঙ্গত অঙ্কিতা যেভাবে জগদ্ধাত্রী এবং জ্যাস দুটো মেরুর চরিত্রকে টিভির পর্দায় ফুটিয়ে তুলেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রথম সিরিয়ালেই জগদ্ধাত্রীর মতো শক্তিশালী একটি চরিত্রকে অঙ্কিতা যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই অসাধারণ। অল্প দিনেই এই চরিত্রটি অঙ্কিতাকে  দারুন জনপ্রিয়তা এনে দিয়েছে দর্শকমহলে। আর এইভাবেই একটা সিরিয়াল করেই তিনি হয়ে উঠেছেন দর্শকদের একেবারে ঘরের মেয়ে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,জগদ্ধাত্রী,Jagadhatri,অঙ্কিতা মল্লিক,Ankita Mallick,স্বয়ংভূ,Swambhu,সৌম্যদীপ মুখার্জী,Soumyadeep Mukherjee,রোম্যান্স,Romance,ভাইরাল ভিডিও,Viral Video

প্রসঙ্গত পর্দায় জগদ্ধাত্রীর বিপরীতে স্বয়ংভূর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সৌম্যদীপ মুখার্জী (Soumyadeep Mukherjee)। জগদ্ধাত্রীর সাথে স্বয়ংভূর জুটিটাও দারুন পছন্দ দর্শকদের। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখলেই চোখ জুড়িয়ে যায় দর্শকদের। যা দেখে অনেকেই ভাবেন  পর্দার মতোই বাস্তবেও প্রেম করছেন এই জুটি।

ইতিমধ্যেই বহুবার টেলিপাড়ায় গুঞ্জন সোনা গিয়েছে তাদের পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে।  সিরিয়ালের মতই বাস্তবে প্রেম করছেন অঙ্কিতার সৌমজিৎ জুটি। যদিও বরাবরই সেই জল্পনা উড়িয়ে দিয়ে নিজেদেরকে বন্ধু বলেই দাবি করেছেন তারা। এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে জগদ্ধাত্রী একটি রোমান্টিক ফটো শুটের ভিডিও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,জগদ্ধাত্রী,Jagadhatri,অঙ্কিতা মল্লিক,Ankita Mallick,স্বয়ংভূ,Swambhu,সৌম্যদীপ মুখার্জী,Soumyadeep Mukherjee,রোম্যান্স,Romance,ভাইরাল ভিডিও,Viral Video

প্রসঙ্গত এই অল্প দিনের ক্যারিয়ারেই জগদ্ধাত্রী  সিরিয়ালের হাত ধরে একাধিক পুরস্কার আর সম্মানও উঠেছে অঙ্কিতার ঝুলিতে। অভিনয়ে আসার আগে অঙ্কিতা চুটিয়ে মডেলিং করতেন অভিনেত্রী। অঙ্কিতার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘাঁটলেই তার ঝলক মেলে হামেশাই।

সেলিব্রেটি ফটোগ্রাফার রুদ্র সাহার শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে জগদ্ধাত্রীর পরনে রয়েছে একটি সোনালী রঙের লেহেঙ্গা আর স্বয়ংভূ পরেছেন একটি রোস গোল্ড রঙা ধুতি পাঞ্জাবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥