• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আগেই দুর্ঘটনা! শ্যুটিং করতে গিয়ে আহত জি বাংলার এই জনপ্রিয় নায়ক, মাথায় বাজ দর্শকদের

Published on:

Zee Bangla Bengali serial Jagaddhatri Swayambhu AKA Soumyadeep Mukherjee got injured during shooting

কয়েক মাস আগেই শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার (Injured) কবলে পড়েছিলেন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের (Bengali Serial) সৃজন তথা অভিনেতা রুবেল দাস। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়ে আহত হলেন জি বাংলার (Zee Bangla) আর এক জনপ্রিয় নায়ক (Actor)। রুবেলের পর এবার চোট পেলেন ‘জগদ্ধাত্রী’র স্বয়ম্ভূ অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee)।

এই মুহূর্তে জি বাংলার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘জগদ্ধাত্রী’। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম তিনের মধ্যে এই সিরিয়ালের নাম দেখা যায়। অ্যাকশন, রোম্যান্সে ভরপুর জগদ্ধাত্রী (Jagaddhatri) এবং স্বয়ম্ভূর অনস্ক্রিন কেমিস্ট্রি দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। এবার সেই সিরিয়ালের নায়কই শ্যুটিংয়ের সময় চোট পেলেন। স্বাভাবিকভাবেই তাই বেশ চিন্তায় পড়ে গিয়েছেন অনুরাগীরা।

Jagaddhatri serial Swayambhu, Soumyadeep Mukherjee injured

সম্প্রতি জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে এই প্রসঙ্গে ‘জগদ্ধাত্রী’ নায়ক বলেন, ‘অ্যাকশন দৃশ্য যখন শ্যুট করা হয় তখন অনেক সময় আমাদের চোট লেগে যায়। তবে সেটা আবার তাড়াতাড়ি সেরেও যায়। আমরা দর্শকদের ভালোবাসাতেই দ্রুত সুস্থ হয়ে উঠি। এক্ষেত্রে ভালোবাসাই যেন ব্যথার ওষুধ হিসেবে কাজ করে। তবে শুধু যে আমাদের লাগে এমনটা নয়, অনেক সময় সহ অভিনেতারাও আঘাত পান। তবে সেটের মধ্যে সেগুলো ম্যানেজ হয়ে যায়’।

সদ্য গণেশ চতুর্থী উপলক্ষ্যে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের বিশেষ পর্বের শ্যুটিং হয়েছে। সেদিন সেটে উপস্থিত ছিলেন ধারাবাহিকের প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীও। জানা গিয়েছে, অ্যাকশন দৃশ্যের শ্যুট করার জন্য সৌম্যদীপ এবং অঙ্কিতাকে অনুপ্রেরণা জোগাচ্ছিলেন তিনি। প্রসঙ্গত, শ্যুটিংয়ের সময় চোট পেলেও সৌম্যদীপ এখন সেরে উঠেছেন।

Jagaddhatri serial Swayambhu, Soumyadeep Mukherjee injured

এদিন নিজের চোট নিয়ে কথা বলার পাশাপাশি ‘জগদ্ধাত্রী’র সেটের একাধিক গোপন কথাও ফাঁস করে দেন পর্দার স্বয়ম্ভূ (Swayambhu)। অভিনেতা বলেন, জ্যাস তথা অঙ্কিতা ভীষণ লাড্ডু খেতে ভালোবাসেন। সৌম্যদীপ মজা করে বলেন, গণেশ ঠাকুরের সামনে যা লাড্ডু দেওয়া হয়েছে সেগুলো নাকি অঙ্কিতা একাই খেয়ে নিতে পারবেন!

প্রসঙ্গত, ‘জগদ্ধাত্রী’তে অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন অঙ্কিতা এবং সৌম্যদীপ। টেলি দুনিয়ার এই আনকোরা জুটি দর্শকদের ভীষণ পছন্দের হয়ে উঠেছে। কয়েকমাস আগে গুঞ্জন শোনা গিয়েছিল, পর্দার মতো বাস্তবেও প্রেম করছেন জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভূ। যদিও সেসব খবরকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন সৌম্যদীপ। তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কিছুই নেই বলে জানিয়েছিলেন অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥