• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জাল ওষুধ চক্রে নাম জড়ালো কৌশিকীর, নিজের ননদকেই অ্যারেস্ট করবে জগদ্ধাত্রী! ফাঁস ধুন্ধুমার পর্ব

Published on:

Zee Bangla,Bengali serial,Jagaddhatri,Serial,Koushiki,Jass Sanyal,Television,TV serial,Bengali television,Bangla television,জি বাংলা,বাংলা সিরিয়াল,জগদ্ধাত্রী,সিরিয়াল,কৌশিকী,জ্যাস সান্যাল,টেলিভিশন,টিভি সিরিয়াল,বাংলা টেলিভিশন,Entertainment,Entertainment news,Bangla khobor,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় ছক্কা হাঁকিয়েছে জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। গত কয়েক মাস ধরে ‘অনুরাগের ছোঁয়া’র কাছে ধরাশায়ী হওয়ার পর চলতি সপ্তাহে ফের বেঙ্গল টপারের আসন দখল করেছে এই মেগা (Bengali Serial)। এবার এই স্থান ধরে রাখতে দর্শকদের বিরাট চমক দিতে চলেছেন ‘জগদ্ধাত্রী’ নির্মাতারা।

‘জগদ্ধাত্রী’র নায়িকা জ্যাস সান্যাল (Jass Sanyal) পেশায় একজন ক্রাইম ব্রাঞ্চ অফিসার। দুষ্টের দমন শিষ্টের পালন করতে সর্বদা সচেষ্ট থাকে সে। রহস্যের অনুসন্ধান করাই তার কাজ। আর সেই কাজ করতে করতেই জ্যাস বুঝতে পেরেছে সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে আসল ভূত। অর্থাৎ মুখার্জি বাড়িতেই লুকিয়ে রয়েছে অনেক রহস্য।

Jagaddhatri serial Jagaddhatri and Koushiki

জগদ্ধাত্রীর এই সত্যের অনুসন্ধানের কাজে মুখার্জি বাড়ির অধিকাংশ সদস্য তার বিপক্ষে থাকলেও ননদ কৌশিকী (Koushiki) বরাবর তার পাশে থেকেছে। দু’জনেই অন্যায়ের ঘোরতর বিরোধী। তাই জগদ্ধাত্রী এবং কৌশিকী দু’জনেরই একাধিক শত্রু রয়েছে।

জগদ্ধাত্রীকে প্রাণে মারার জন্য যেমন অনেকে মুখিয়ে রয়েছে, তেমনই কৌশিকীর কোম্পানির মালিকানা দখল করতেও বহু লোক মরিয়া। কিন্তু দু’জন একে অপরের পাশে থাকলে এই কাজ করা কঠিন। সেই জন্য এবার জগদ্ধাত্রী এবং কৌশিকীর শত্রুরা ‘কাঁটা দিয়ে কাঁটা তোলার’ প্ল্যান কষেছে।

Jagaddhatri serial Koushiki

ধারাবাহিকে এই মুহূর্তে কৌশিকীর বিয়ের ট্র্যাক দেখানো হচ্ছে। মুখার্জি বাড়িতে সাজো সাজো রব। এসবের মাঝেই জগদ্ধাত্রীর কাছে খবর আসে উত্তর-পূর্ব সকল জায়গায় জাল ওষুধের চক্র চলছে। আর সেই চক্রের সঙ্গে নাম জড়িয়েছে কৌশিকীর কোম্পানির।

তাহলে কি এবার নিজের ননদের হাতেই হাতকড়া পড়াতে বাধ্য হবে জগদ্ধাত্রী? ভেঙে যাবে কৌশিকীর বিয়ে? সেই সঙ্গেই কৌশিকীর চেয়ার কব্জা করবে মেহেন্দি? এতদিন ধরে তো সে এটাই চেয়ে এসেছিল। এমনই হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।যদিও ‘জগদ্ধাত্রী’র একনিষ্ঠ দর্শকদের দাবি, জগদ্ধাত্রী থাকতে কেউ কৌশিকীকে ফাঁসাতে পারবে না। কারণ জ্যাস জানে তার ননদ এমন কাজ কখনও করবে না। যাই হয়ে যাক না কেন জগদ্ধাত্রী ঠিক আসল দোষীকে খুঁজে বের করে তাকে শাস্তি দেবে। এবার দেখা যাক, দর্শকদের এই অনুমান সত্যি হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥