• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা সিরিয়ালের ‘নায়িকা নম্বর ১’! ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতার পারিশ্রমিকের অঙ্কটা শুনলে চমকে যাবেন

জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) সিরিয়ালে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। একাধিকবার বেঙ্গল টপার হয়েছে এই সিরিয়াল। গোয়েন্দাকাহিনী মূলক এই ধারাবাহিক অত্যন্ত পছন্দ করেন দর্শকরা। গত কয়েক সপ্তাহে সিরিয়ালের টিআরপি কিছুটা কমলেও জনপ্রিয়তা কিন্তু এখনও অটুট রয়েছে।

এই ধারাবাহিকে একদিকে কর্মনিপুণা জগদ্ধাত্রী, অপরদিকে ‘দাবাং’ অফিসার জ্যাসের মিশেল দেখানো হচ্ছে। ‘যে রাঁধে সে চুলও বাঁধতে পারে’- এই কথাই যেন বারবার প্রমাণ করছে জি বাংলার এই সিরিয়াল। আর তাতেই টিআরপি তালিকায় শীর্ষ স্থান দখল করে নিচ্ছে ব্লুজ প্রোডাকশনের এই সিরিয়াল।

   

Ankita Mallick, Ankita Mallick fees

জি বাংলার এই সিরিয়াল অন্য আর পাঁচটা বাংলা সিরিয়ালের বেশ ভিন্ন। এখানে নায়িকার ন্যাকামি, কান্নাকাটি নেই। পরকীয়ারও কোনও ট্র্যাক এই ধারাবাহকে নেই। অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের সংসার এবং কাজ সামলাচ্ছে জ্যাস। এই চরিত্রে সুনিপুণ অভিনয় করে দর্শকদেরও মন জয় করে নিয়েছেন নায়িকা অঙ্কিতা।

বাংলা টেলিভিশনের একেবারে আনকোরা মুখ হলেন ‘জগদ্ধাত্রী’ নায়িকা অঙ্কিতা। এর আগে বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। কিন্তু সিরিয়ালের জগতে তাঁকে নবাগতাই বলা চলে। তবে পোড় খাওয়া টেলি অভিনেত্রী না হলেও এখনই কিন্তু মোটা টাকা পারিশ্রমিক (Fees) পান তিনি।

Ankita Mallick Jagadhatri Love Life, Ankita Mallick, Ankita Mallick fees

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘জগদ্ধাত্রী’ যখন প্রথম শুরু হয় তখন ৭০ হাজার টাকা করে পারিশ্রমিক পেতেন অঙ্কিতা। তবে সিরিয়াল শুরুর কয়েক মাসে মধ্যেই জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। সেই সঙ্গেই বেড়েছে নায়িকার পারিশ্রমিকের অঙ্কটাও। অঙ্কিতা এখন কত টাকা পান জানেন?

জানা গিয়েছে, শুরুতে ৭০ হাজার টাকা পেলেও এখন সেই অঙ্কটা বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। এখন ৯০ হাজার টাকা পারিশ্রমিক পান ‘জগদ্ধাত্রী’ নায়িকা। তবে শুধু পারিশ্রমিকই নয়, অঙ্কিতার জনপ্রিয়তাও কিন্তু দিন দিন বাড়ছে। যত সময় যাচ্ছে ততই ফ্যান বেসও মজবুত হচ্ছে এই নায়িকার। অঙ্কিতার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিলেই বেশ বুঝে নেওয়া যায় সেকথা।

site