• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষরক্ষা হল না! মেঘকে ডিভোর্স দিয়ে ময়ূরীকে বিয়ে করবে নীল, প্রকাশ্যে ‘ইচ্ছে পুতুল’র ধামাকা প্রোমো

Published on:

Zee Bangla,Bengali serial,Icche Putul,Megh,Neel,Mayuri,Divorce,Marriage,Promo,Serial,Television,TV serial,Entertainment,Entertainment news,Bangla khobor,New promo,জি বাংলা,বাংলা সিরিয়াল,ইচ্ছে পুতুল,মেঘ,নীল,ময়ূরী,ডিভোর্স,বিয়ে,প্রোমো,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,বিনোদন,নতুন প্রোমো,বিনোদনের খবর,বাংলা খবর,Icche Putul promo,Icche Putul new promo,ইচ্ছে পুতুল প্রোমো,ইচ্ছে পুতুল নতুন প্রোমো

একের পর এক চমক দিচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি। শুরুতে দর্শকদের একাংশ সমালোচনা করলেও এখন আস্তে আস্তে সবার মনে স্থান করে নিয়েছে এই সিরিয়াল (Bengali Serial)। আর এখন তো ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব দারুণ জমজমাট হচ্ছে। আজকের পর্বেই যেমন দেখানো হয়েছে, নীলের সামনে নিজের সকল দোষ স্বীকার করে নিয়েছে ময়ূরী। তা দেখে দর্শকরা ভেবেছিলেন, এবার হয়তো মিল হয়ে যাবে মেঘ আর নীলের। কিন্তু মোটেই তেমনটা হবে না, উল্টে মেঘকে (Megh) ডিভোর্স দেবে নীল!

‘ইচ্ছে পুতুল’র আজকের পর্বে দেখানো হয়েছে, নিজের প্রাণ বাঁচাতে নীলের (Neel) সামনে সকল দোষ স্বীকার করে নেয় ময়ূরী (Mayuri)। আসল সত্যি জেনে ক্ষোভে ফেটে পড়ে নীল। এই ট্র্যাক দেখে সকলেই এটা অনুমান করেছিলেন, এবার হয়তো মেঘের কাছে ক্ষমা চেয়ে সসম্মানে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে নীল। কিন্তু কোথায় কী! উল্টে বৌকে ডিভোর্স (Divorce) দিয়ে ময়ূরীকে বিয়ের সিদ্ধান্ত নেবে সে।

Icche Putul, Icche Putul new promo

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘ইচ্ছে পুতুল’র নতুন প্রোমো (Promo) শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মেঘকে ডিভোর্স পেপার দিয়ে নীল বলে, তোমায় মুক্তি দিলাম। এই ডিভোর্স পেপারে আমি সই করে দিয়েছি। একথা শুনে মেঘ কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, তাহলে কি আমার প্রয়োজন সত্যিই ফুরিয়ে গেল?

Icche Putul, Icche Putul new promo, Icche Putul Megh and Neel divorce

এরপরেই সেখানে এসে হাজির হয় ময়ূরী। খানিক অবাক হয়ে সে জিজ্ঞেস করে, আমাকে কেন ডাকলে নীল? সেই প্রশ্ন শুনে নীল তাঁর হাত ধরে এসে মেঘের সামনে দাঁড়ায় আর বলে, আমি ময়ূরীকে বিয়ে করতে চাই। আশা করি তুমি আমাদের দু’জনের মধ্যে আর কোনও বাধা হয়ে দাঁড়াবে না। নীলের মুখে একথা শুনে খুশিতে ভরে যায় ময়ূরীর মন। অপরদিকে মেঘ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দেখতে থাকে স্বামীকে।

‘ইচ্ছে পুতুল’র এই প্রোমো দেখে দর্শকদের একাংশ বেজায় চটে গিয়েছেন। ময়ূরীর সত্যিটা জানার পরেও নীল মেঘের প্রতি যে আচরণ করলো তা মেনে নিতে পারছেন না অনেকেই। পাশাপাশি অনেকে এও দাবি করেছেন, এবার জিষ্ণুকেই মেঘের নায়ক হিসেবে দেখানো হোক। তাহলে কি এভাবেই ভেঙে যাবে মেঘ আর নীলের সংসার? ময়ূরীকেই শেষ পর্যন্ত আপন করে নেবে নীল? হাজারো প্রশ্ন থাকলেও, উত্তর এখনও অধরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥