• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারো কপাল পুড়বে ময়ূরীর, মেঘের কাছেই ফিরছে নীল! ‘ইচ্ছে পুতুল’এ আসছে মহাধামাকা পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Neel congratulates Megh

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্চিত একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। শুরুতে টিআরপি তালিকায় তেমন কামাল না দেখাতে পারলেও আস্তে আস্তে দর্শকমনে স্থান করে নিয়েছে এই মেগা। আর এখন তো একেবারে জমে উঠেছে এই সিরিয়াল। মেঘ-ময়ূরী-নীলের পাশাপাশি রূপ এবং গিনির সম্পর্কের টানাপোড়েনও চরমে উঠেছে।

‘ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শকরা জানেন, বিয়ের পর থেকে রূপের (Rup) হাতে অত্যাচারিত হচ্ছে গিনি। এখন সে বুঝতে পেরেছে রূপের বিষয়ে একটাও মিথ্যে কথা বলেনি রূপ। রূপ সত্যিই দুশ্চরিত্র। বাড়ির লোকের কথা অবজ্ঞা করে রূপকে বিয়ে করে সে যে কত বড় ভুল করেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে গিনি (Gini)।

Icche Putul Gini Rup fulsojja scene sparks new controversy

অপরদিকে মেঘ এবং নীল (Neel) ইতিমধ্যেই তাদের ডিভোর্সের ফাইনাল তারিফ জানতে পেরে গিয়েছে। আর সেই দিন যত এগিয়ে আসছে ততই একে অপরের প্রতি টান অনুভব করছে তারা। মেঘ (Megh) এবং নীল একে অপরকে অনেক কিছু বলতে চাইছে। তবে ভুল বোঝাবুঝির দেওয়াল পেরিয়ে সব কিছু মিটিয়ে নেওয়ার সাহস পাচ্ছে না তারা।

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখতে পাবেন, বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছে মেঘ। স্ত্রীয়ের এই প্রাপ্তিতে ভীষণ খুশি নীল। মেঘের এই সাফল্য দেখে সবার সামনেই নীলের এক বন্ধু বলে, আপনার স্ত্রী এত ভালো রেজাল্ট করেছে, এবার আপনাকে সবাইকে ট্রিট দিতে হবে।

Icche Putul, Icche Putul Megh and Souroneel

অতীতের মন কষাকষি ভুলে নীলও মেঘকে শুভেচ্ছা জানায়। মেঘ তখন স্রেফ ‘ধন্যবাদ’ জানিয়ে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু তখনই তাকে আটকায় নীল। সে মেঘকে বলে, তুমি আমায় এড়িয়ে যাচ্ছো? মেঘ জবাবে বলে, এড়িয়ে যাওয়ার হলে কিছু না বলেই সে সেখান থেকে বেরিয়ে যেত।

https://youtu.be/EIRSAkB7pUA

মেঘ-নীলের মধ্যেকার এই টান দেখেই দর্শকদের একাংশ অনুমান করছে, শীঘ্রই মিল হবে দু’জনের। ডিভোর্স ভুলে ফের মেঘকে কাছে টেনে নেবে নীল। অপরদিকে বোনের বরকে বিয়ে করার স্বপ্ন অধরাই থেকে যাবে ময়ূরীর। এবার দেখা যাক, দর্শকদের এই অনুমানের সঙ্গে সিরিয়ালের আগাম ট্র্যাক মেলে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥