• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই বেহায়া! নীলের সঙ্গে ঘনিষ্ঠতার ভিডিও দেখিয়ে মেঘকে ভুল বোঝালো ময়ূরী, ফাঁস তুলকালাম পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Mayuri started a new plan to end Megh Neel’s relationship

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি শুরু থেকেই চর্চার কেন্দ্রে থেকেছে। প্রথম দিকে টিআরপি তালিকায় তেমন কামাল না দেখাতে পারলেও, কয়েক সপ্তাহ ধরে স্লট লিডার হচ্ছে এই মেগা (Bengali Serial)। আর হবে নাই বা কেন! ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। সম্প্রতি গাঙ্গুলী বাড়ির সামনে খুলে গিয়েছে ময়ূরীর ভালোমানুষির মুখোশ।

কয়েকদিন আগেই ‘ইচ্ছে পুতুল’এ দেখানো হয়েছে, বাপের বাড়ি ফিরে এসে ময়ূরীর (Mayuri) যাবতীয় কুকর্ম ফাঁস করে দেয় গিনি। ধরা পড়ে যাচ্ছে দেখে ফের মিথ্যের জাল বুনতে শুরু করে সে। কিন্তু এবার প্রতিবাদ করে নীলের (Neel) মা। সবার সামনেই ময়ূরীকে ঠাটিয়ে থাপ্পড় মারে মীনাক্ষী। বাড়ির মেয়ে গিনির এত বড় ক্ষতি করায় গোটা গাঙ্গুলী পরিবার এখন ময়ূরীর বিপক্ষে চলে গিয়েছে।

Icche Putul serial latest promo Meenakshi slaps Mayuri

তবে এত কিছু হওয়ার পরেও ময়ূরীর মধ্যে বিন্দুমাত্র লজ্জা নেই। এখন থেকেই সে ফের নতুন চক্রান্ত করতে শুরু করে দিয়েছে। এত সহজে মেঘ-নীলের মিল হতে দেওয়া যাবে না। তাই কীভাবে ফের নীলকে মেঘের (Megh) থেকে ছিনিয়ে নেওয়া যায় সেই পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে সে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন, নিজের ভুল বুঝতে পেরে মেঘকে ফোন করে নীলের মা। নীলের জীবনে মেঘকে ফিরে আসার জন্য বারবার অনুরোধ করতে থাকে মীনাক্ষী। যদিও মেঘের বাবা স্পষ্ট জানিয়ে দেন, মেঘ আর কখনও নীলের জীবনে ফিরবে না।

Icche Putul serial Megh

অপরদিকে মেঘ-নীলের সম্পর্ক চিরকালের মতো ভেঙে দিতে নিজের ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে ময়ূরী। নীল এবং নিজের মধ্যেকার ভুয়ো ঘনিষ্ঠতার ভিডিও মেঘ সহ বাড়ির সকলকে দেখাবে বলে ঠিক করে সে। এই ভুয়ো ভিডিও দেখিয়েই নীলকে বিয়ের জন্য রাজি করিয়েছিল ময়ূরী। এবার সেই ভিডিও দেখিয়েই মেঘকেও পট্টি পরানোর প্ল্যান করছে সে। এবার দেখা যাক, ময়ূরী নিজের এই চক্রান্তে আদৌ সফল হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥