• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জিতে গেল মেঘ! প্রাণ বাঁচাতে নীলের সামনে সব দোষ স্বীকার করে নিল ময়ূরী, ফাঁস মহাধামাকা পর্ব

Published on:

Zee Bangla,Bengali serial,Mayuri,Megh,Icche Putul,Neel,Serial,Television,TV serial,Entertainment,Entertainment news,Bangla khobor,জি বাংলা,বাংলা সিরিয়াল,ময়ূরী,মেঘ,ইচ্ছে পুতুল,নীল,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি এখন একেবারে জমে উঠেছে। শুরুতে সমালোচিত হলেও আস্তে আস্তে দর্শকমনে স্থান করে নিয়েছে মেঘ, নীল, ময়ূরীরা। শীঘ্রই এই সিরিয়ালে (Bengali Serial) আসতে চলেছে বহুপ্রতীক্ষিত মহাধামাকা পর্ব। নিজের প্রাণ বাঁচাতে এবার মেঘের শর্ত মেনে নীলের সামনে সব দোষ স্বীকার করতে চলেছে ময়ূরী। সেই সঙ্গেই পর্দা ফাঁস করতে চলেছে রূপের।

‘ইচ্ছে পুতুল’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, আচমকাই অসুস্থ হয়ে পড়ে ময়ূরী (Mayuri)। তাকে সুস্থ করে তোলার জন্য ফের দরকার পড়ে মেঘের। কিন্তু এবার রক্ত দেওয়ার আগে দিদির সামনে একটা শর্ত রাখে মেঘ (Megh)। সে স্পষ্ট জানিয়ে দেয়, ময়ূরী যদি নীলের (Neel) সামনে নিজের সব দোষ স্বীকার না করে তাহলে সে তাকে রক্ত দেবে না।

Zee Bangla Bengali serial Icche Putul Megh puts Mayuri in a tough spot

বোনের মুখে এই শর্তের কথা শুনে প্রথমে ভালোমানুষির নাটক শুরু করে ময়ূরী। মা-বাবার আস্থা অর্জন করার জন্য মেঘকেই ঘুরিয়ে মিথ্যেবাদী তকমা দেয় সে। কিন্তু মেঘ তখন রূপ আর ময়ূরীর কথোপকথনের রেকর্ড বাবা-মাকে শুনিয়ে দেয়। সেটা শুনে বড় মেয়ের ওপর বেজায় চটে যায় অনিন্দ্য এবং তার স্ত্রী।

ময়ূরীর কাণ্ডকারখানা দেখে তারা রীতিমতো হতবাক হয়ে যায়। অনিন্দ্য কিছুতেই বিশ্বাস করতে পারে না, বোনের সংসারে আগুন লাগানোর জন্য এতটা ঘৃণ্য কাজ করেছে ময়ূরী। এরপর নীল যখন বাড়ি আসে তখন মেঘ তার দিদিকে সমস্ত সত্যিটা স্বীকার করার কথা বলে।

Icche Putul, Icche Putul Mayuri and Neel

প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে নীলের সামনে নিজের সব কীর্তি ফাঁস করে ময়ূরী। সেই সঙ্গে এটাও স্বীকার করে নেয় রূপ একটা জঘন্য ছেলে। এমনকি রূপ এবং মেঘকে এক ঘরে পাঠানোর পরিকল্পনাও তারই ছিল। এসব শুনে রেগে আগুন হয়ে যায় নীল। ময়ূরী কান্না দেখে সে চিৎকার করে বলে, তুমি কতগুলো জীবন নষ্ট করেছো জানো? অপরদিকে ময়ূরী সব স্বীকার করার পর মেঘ তাকে ফের রক্ত দেয়। ময়ূরীর মুখোশ খুলে যাওয়ার পর কোন দিকে মোড় নেবে মেঘ-নীলের সম্পর্ক? আপাতত সেটা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥