• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নীলের মতো অযোগ্য নয়! জিষ্ণুই মেঘের নায়ক হওয়ার যোগ্য, ‘ইচ্ছে পুতুল’ দেখে দাবি দর্শকদের

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Jishnu brings smile back to Megh’s face

Icche Putul Serial Jishnu Praised by Viewrs : এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্চিত একটি ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। ধারাবাহিকটি শুরুতে সমালোচিত হলেও, আস্তে আস্তে দর্শকদের মনে জায়গা তৈরি করে নিয়েছে। মেঘ (Megh), নীল, ময়ূরীর গল্প নিয়ে সমাজমাধ্যমেও চর্চা চলতে থাকে। সম্প্রতি আবার সিরিয়ালে এন্ট্রি হয়েছে নতুন নায়ক জিষ্ণুর (Jishnu)

‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকটি (Bengali Serial) যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, মেঘ এখন শ্বশুরবাড়িতে থাকে না। নীল (Neel) এবং তার পরিবার মেঘকে দুশ্চরিত্রা তকমা দেওয়ায় সে শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছে। বারবার অপমানিত, লাঞ্ছিত হতে হতে মেঘও ক্লান্ত হয়ে পড়েছে। তাই এবার সে ঠিক করেছে, পড়াশোনা করে নিজের জীবনে এগিয়ে যাবে সে।

Icche Putul, Icche Putul Megh

সেই লক্ষ্য সামনে রেখে নতুন করে জীবন শুরু করে মেঘ। কিন্তু তা সত্ত্বেও কাছের মানুষদের দেওয়া কষ্ট সে কিছুতেই ভুলে উঠতে পারছিল না। কোথাও গিয়ে যেন হাসতে ভুলে গিয়েছিল সে। তবে এবার মেঘের মুখে আবার হাসি ফিরিয়ে দিল তার নতুন বন্ধু জিষ্ণু। সম্প্রতি গানের প্রতিযোগিতায় জিষ্ণুর সঙ্গে আলাপ হয় মেঘের। এরপর দু’জনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

আরও পড়ুনঃ টাকার জন্য সাত পাক ঘুরবে শ্রাবণ-ওঙ্কার! রইল ‘লাভ বিয়ে আজ কাল’র হাতেগরম প্রোমো

Icche Putul, Icche Putul Megh and Jishnu

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা যায়, এতদিন ধরে মেঘের যে হাসি গায়েব ছিল, তা আবার ফিরিয়ে এনেছে জিষ্ণু। বন্ধুর মজার মজার কথা শুনে বহুদিন পর প্রাণ খুলে হাসে সে। সত্যি বলতে, মেঘের যে হাসি নীল কেড়ে নিয়েছিল, সেটাই অল্প অল্প করে পুনরায় ফিরিয়ে দিচ্ছে জিষ্ণু।

আরও পড়ুনঃ শট দিতে গিয়ে ভাইয়ের মুখটাই মনে পড়ে! পুতুল চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন শ্রীতমা


এতদিন পর মেঘকে প্রাণ খুলে হাসতে দেখে দর্শকরাও ভীষণ খুশি হয়েছেন। তাঁদের মতে, নীল নয়, মেঘের যোগ্য নায়ক আসলে জিষ্ণুই। কারণ নীল এতদিন কষ্ট ছাড়া মেঘকে কিছুই দেয়নি। স্বামী হওয়ার কোনও কর্তব্যই যথাযথভাবে পালন করেনি সে। অপরদিকে জিষ্ণু আসার পর থেকে মেঘের কষ্ট অনেকটা লাঘব হয়েছে। প্রকৃত বন্ধুর মতো মেঘের মুখে হাসি ফিরিয়ে এনেছে সে। আর তা দেখেই আনন্দে মন ভরে গিয়েছে দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥