টেলিভিশনের পর্দায় এখন হরেক রকম বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। একটা সিরিয়াল শেষ হতে না হতেই তার জায়গা নিচ্ছে আরও একঝাঁক নতুন সিরিয়াল (New Serial)। আর স্বাভাবিকভাবেই নতুনকে জায়গা দিতে জায়গা ছাড়তে হচ্ছে পুরনোকে।
এমনিতেই জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল মিঠাই শেষ হওয়ার খবরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘ প্রায় দু বছরেরও বেশি সময় ধরে সম্প্রচারিত এই সিরিয়ালটি এবার শেষ হতে চলেছে।আর তাতেই বেশ মন মরা হয়ে পড়েছেন মিঠাই ভক্তরা।
আসলে মিঠাই এমনই একটা সিরিয়াল যা শুরু থেকেই দর্শকদের অত্যন্ত কাছের একটি সিরিয়াল হয়ে উঠেছে। তাছাড়া হাসি-মজায় ভরপুর যৌথ পরিবারকেন্দ্রিক এই মেগা সিরিয়ালের সাথে জড়িয়ে রয়েছে অনেক দর্শকদের আবেগ। কিন্তু একথাও মানতে হবে সব শুরুর একটা শেষ তো থাকেই।
তাই এবার মিঠাইয়ের জায়গা নিতে চলেছে জি বাংলার নতুন সিরিয়াল ‘ফুলকি’ (Phulki)। এই খবরে আগে থেকেই বেশ মন খারাপ ছিল অনুরাগীদের। তবে এবার জানা যাচ্ছে ফুলকি আসার সাথেই জি বাংলার মেগা সিরিয়ালের টাইম স্লটে আসছে আরো এক বিরাট পরিবর্তন। বদলে যাচ্ছে এই চ্যানেলের দুটি নতুন মেগা সিরিয়ালের টাইম স্লট।
কিছুদিন আগে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল হয়েছে নতুন মেগা সিরিয়াল ‘মুকুট’ (Mukut) এবং ‘ইচ্ছে পুতুল’ (Iche Putul)। তবে এবার বদলে যাচ্ছে এই দুটি সিরিয়ালের টাইম স্লট। এতদিন রাত সাড়ে নটায় সম্প্রচারিত হতো মুকুট। আর ইচ্ছে পুতুল দেখানো হতো রাত দশটা থেকে। কিন্তু জানা যাচ্ছে আগামী ১৫ ই মে থেকে ইচ্ছে পুতুল সম্প্রচারিত হবে মুকুটের টাইমে অর্থাৎ রাত সাড়ে নটা থেকে।
আর মুকুট সম্প্রচারিত হবে ইচ্ছে পুতুলের সময় অর্থাৎ রাত দশটায়। আসলে এর কারণ হিসেবে বলা হচ্ছে স্টার জলসার বেঙ্গল টপার সিরিয়াল অনুরাগের ছোঁয়ার সাথে রাত সাড়ে ন’টার স্লটে পেরে উঠছে না মুকুট। তাই এবার স্লট অদল বদল করে মুকুটের জায়গায় আনা হচ্ছে ইচ্ছে পুতুলকে।