• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কার বিদায় ঘন্টা বাজিয়ে ফিরলেন মানালি? প্রকাশ্যে ‘কার কাছে কই মনের কথা’র টাইম স্লট

Updated on:

Zee Bangla announced Manali Dey’s serial Kar Kache Koi Moner Kotha time slot announced

‘ধুলোকণা’ শেষ হওয়ার পর ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) হাত ধরে ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে (Manali Dey)। জি বাংলায় (Zee Bangla) শুরু হতে চলা এই ধারাবাহিকের (Bengali Serial) প্রোমো ইতিমধ্যেই দর্শকরা দেখে নিয়েছে। পরকীয়া-কূটকচালি ছেড়ে মেয়েদের মধ্যেকার বন্ধুত্বের কাহিনী দেখাবে এই ধারাবাহিক। এবার এই সিরিয়ালের আরও একটি বড় আপডেট সামনে এল। কবে, কোন সময়ে ‘কার কাছে কই মনের কথা’ দেখানো হবে তা জানিয়ে দিল চ্যানেল কর্তৃপক্ষ।

মানালির নতুন সিরিয়ালের প্রোমো দেখার পর থেকেই দর্শকদের তা ভীষণ ভালোলেগেছিল। ভিন্ন স্বাদের এই সিরিয়াল কবে থেকে শুরু হতে চলেছে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তাঁদের মনে। অবশেষে মিলল সেই উত্তর। আগামী ৩ জুলাই থেকে টেলিভিশনের পর্দায় সম্প্রচার শুরু হবে ‘কার কাছে কই মনে কথা’র। কোন সময়ে (Time Slot) এই ধারাবাহিক দেখা যাবে জানেন?

kar kache koi Moner Kotha Phuljhuri actress Manali Dey New serial promo on air, Kar Kache Koi Moner Kotha time slot

কথাতেই আছে, ‘কারোর পৌষ মাস, তো কারোর সর্বনাশ’। এক্ষেত্রেও তাই হয়েছে। ‘কার কাছে কই মনের কথা’কে জায়গা করে দিতে অকালেই শেষ হয়ে যাচ্ছে জি বাংলার এক জনপ্রিয় সিরিয়াল। আগামী ৩ জুলাই থেকে সন্ধ্যা ৬:৩০টার স্লটে সম্প্রচার শুরু হবে মানালির সিরিয়ালের। কোপ পড়েছে ইন্দ্র-মিতুলের ‘খেলনা বাড়ি’র (Khelna Bari) ওপর।

অনেকদিন ধরেই টেলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল ‘খেলনা বাড়ি’ শেষ হতে চলেছে। দীর্ঘদিন ধরে স্লট হারা হচ্ছে এই সিরিয়াল। তবে এখনও ‘খেলনা বাড়ি’র ওপর থেকে আস্থা হারায়নি চ্যানেল কর্তৃপক্ষ। সূত্রের খবর অনুযায়ী, স্লট হারালেও এখনই শেষ হচ্ছে না ইন্দ্র-মিতুলের পথচলা।

Khelna Bari, Khelna Bari time slot change

আগামী ৩ জুলাই থেকে রাত ৯টার সময় দেখা যাবে ‘খেলনা বাড়ি’। সেক্ষেত্রে এক বছর হওয়ার আগেই শেষ হয়ে যাবে ‘সোহাগ জল’ (Sohag Jol)। সূত্র মারফৎ এই খবর মিললেও এখনও চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু করা হয়নি।

প্রসঙ্গত, মানালির আসন্ন সিরিয়ালে তাঁর সঙ্গে টেলি পর্দায় কামব্যাক করছেন আরও দুই জনপ্রিয় অভিনেত্রী। ‘কার কাছে কই মনের কথা’য় দেখা মিলবে বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং স্নেহা চট্টোপাধ্যায়কে। এছাড়াও এই সিরিয়ালে রয়েছেন ‘আয় তবে সহচরী’ খ্যাত কুয়াশা বিশ্বাস। মানালির স্বামীর চরিত্রে দেখা যাবে দ্রোণকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥