• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জি বাংলার ‘আলোর কোলে’ সিরিয়ালের সম্পূর্ণ কাস্টিং, অভিনেতা-অভিনেত্রীদের নাম সহ আসল পরিচয়

Updated on:

Zee Bangla Alor Kole serial casting real name wiki with production house and character wise real names

বছর শেষের আগেই জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘আলোর কোলে’ (Alor Kole)। একঘেয়ে পরকীয়া-কুটকচালি গল্প ছেড়ে ভৌতিক কাহিনী নিয়ে শুরু হতে চলেছে এই মেগা। মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা কৌশিক রায়, স্বীকৃতি মজুমদার এবং সোমু সরকার।

ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে ‘আলোর কোলে’র প্রোমো এবং সম্প্রচার শুরুর দিনক্ষণ। আগামী ২৭ নভেম্বর থেকে সোম থেকে শনি রোজ রাত ৯টায় দেখা যাবে এই সিরিয়াল (Bengali Serial)। জি বাংলার আসন্ন এই ধারাবাহিকটি প্রযোজনা করেছেন নিদেয়াস ক্রিয়েশনস।

‘আলোর কোলে’ এর কাস্ট (Alor Kole Full Cast)

সিরিয়ালের নামআলোর কোলে
সম্প্রচারকারী চ্যানেলজি বাংলা
প্রধান নায়ককৌশিক রায়
প্রধান নায়িকাস্বীকৃতি মজুমদার, সোমু সরকার
সম্প্রচার শুরুর দিনক্ষণ২৭ নভেম্বর ২০২৩
সম্প্রচারের সময়৯:০০PM
মোট পর্বএখনও শুরু হয়নি

 ‘আলোর কোলে’ এর কাস্টিং (Alor Kole Casting)

চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক ‘আলোর কোলে’ ধারাবাহিকে কোন চরিত্রে অভিনয় করছেন কোন অভিনেতা-অভিনেত্রীরা।

কৌশিক রায় (Koushik Roy)

ভৌতিক কাহিনী নির্ভর এই সিরিয়ালে নায়কের চরিত্রে অভিনয় করছেন কৌশিক রায়। পুপুল নামে একটি বাচ্চা মেয়ের বাবার চরিত্রে দেখা যাবে তাঁকে। একা হাতে মা মরা পুপুলকে সামলায় তার বাবা।

Koushik Roy in Alor Kole serial

স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)

কৌশিকের স্ত্রী তথা পুপুলের মায়ের ভূমিকায় অভিনয় করছেন স্বীকৃতি মজুমদার। মৃত্যুর পরেও সারাক্ষণ মেয়ের আশেপাশে থাকে পুপুলের মা। এমনকি সংসারের যাবতীয় কাজও করে দেয় সে।

Swikriti Majumder in Alor Kole serial

সোমু সরকার (Somu Sarkar)

সম্ভবত কৌশিকের দ্বিতীয় স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে সোমু সরকারকে। ‘আলোর কোলে’র প্রথম প্রোমোয় দেখা গিয়েছে ছোট্ট পুপুলকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছে সে।

Somu Sarkar in Alor Kole serial

ঋষিতা নন্দী (Rishita Nandy)

কৌশিক-স্বীকৃতির মেয়ে পুপুলের চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী ঋষিতা নন্দী। মা মরা পুপুল বাবা-ঠাকুমার নয়নের মণি। বাড়ির সবাই তাকে আগলে রাখার চেষ্টা করলেও পুপুল প্রত্যেক মুহূর্তে নিজের মাকে মিস করে।

Rishita Nandy as Pupul in Alor Kole serial

তুলিকা বসু (Tulika Basu)

কৌশিকের মা তথা পুপুলের ঠাকুমার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তুলিকা বসু। প্রোমোয় দেখা মিলেছে তাঁর। মা মরা নাতনিকে নিয়ে সর্বক্ষণ চিন্তা লেগে থাকে পুপুলের ঠাকুমার।

Tulika Basu in Alor Kole serial

আয়েশা ভট্টাচার্য (Ayesha Bhattacharya)

কৌশিকের সৎ বোনের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী আয়েশা ভট্টাচার্যকে। প্রোমোতেও দেখা মিলেছে তাঁর। শোনা গিয়েছে, এই সিরিয়ালে খলচরিত্রে দেখা যাবে আয়েশাকে।

Ayesha Bhattacharya in Alor Kole serial

OTT-তে কোথায় দেখবেন ‘আলোর কোলে’?

জি বাংলার বাকি সকল সিরিয়ালের মতো ‘আলোর কোলে’ ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব আপনি জি ফাইভ অ্যাপে দেখতে পারবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥