বাঙালির প্রিয় টিভি চ্যানেলের মধ্যে একটি হল জি বাংলা (Zee Bangla)। আর সারাদিনের নানান প্রোগ্রামের ভিড়ে কিছু পোগ্রাম বাঙালিদের কাছে একটু বেশিই পছন্দের। এই যেমন ধরুন ‘রান্নাঘর (rannaghar)’। দীর্ঘ ১৫ বছর ধরে বাঙালির পেট পূজোর নানান উপকরণের সম্ভার মেলে এই পোগ্রামে। অভিনেত্রী সুদিপা চ্যাটার্জী (Sudipa Chaterjee) হলেন রান্নাঘরের অতিপরিচিত মুখ। দীর্ঘ দিন ধরে বাঙালি মন জয় করার জন্য নানান স্বাদের রাজ্য নিয়ে হাজির হন অভিনেত্রী।
দেখতে দেখতে ১৫ বছরে পা দিয়েছে রান্নাঘর। অর্থাৎ ১৫ বছরের জন্মদিনের সেলেব্রেশন চলছে রান্নাঘরে। একেবারে উৎসবের মত করেই পালিত হচ্ছে রান্নাঘরের ১৫তম জন্মদিন। বিগত ৩রা মে থেকে শুরু হয়েছে স্পেশাল এপিসোড যা চলবে আগামী ৮ই মে পর্যন্ত। আর এই দিনগুলিতে থাকছে স্পেশাল অতিথি থেকে শুরু করে স্পেশাল সমস্ত রান্নার আয়োজন।
আগেই বলেছি স্পেশাল অতিথিরা থাকছেন এই দিনগুলিতে। তাই স্পেশাল অতিথিদের সাহতে আড্ডা থেকে শুরু করে নাচা গানা সব মিলিয়েই জমজমাট হয়ে উঠবে রান্নাঘরের জন্মদিন। সম্প্রতি রান্নাঘরের যে জন্মদিনের সপ্তাহের একটি প্রমো রিলিজ হয়েছে ফেকবুকে জি বাংলার অফিসিয়াল পেজে।
প্রমো ভিডিওতে দেখা যাচ্ছে এই স্পেশাল আড্ডায় উপস্থিত থাকছেন একাধিক সেলিব্রিটিরা। যাদের মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে বিখ্যাত গায়িকা জোজোকে। এরপর সারেগামাপা এর মঞ্চের একাধিক প্রতিযোগীদের দেখা যাচ্ছে। রয়েছে ২০০৭ সালের সারেগামাপা চ্যাম্পিয়ান অনিক। তাছাড়াও থাকছে সারেগামাপা ২০২০ এর চ্যাম্পিয়ান অর্কদীপ মিশ্র (Arkadeep Mishra)। সাথে থাকছে দর্শকদের বিচারে শ্রেষ্ঠ অনুষ্কা পাত্র (Anushka Patra)।
এই সমস্ত সেলেব্রিটিদের নিয়েই গান, নাচ, আড্ডা আর দারুন সমস্ত রান্না নিয়েই চলবে সেলেব্রেশন। আজ দুপুরেই জি বাংলা অফিসিয়াল ইনস্টাগ্রামে সুদিপা অর্কদীপের একটি ছবি শেয়ার করা হয়েছে। ছবিটি ইতিমধ্যেই বেশ ভাইরালও হয়ে পড়েছে।