• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঠাঁটবাট ছেড়ে ভিখারি হয়ে ফিরল শৈল মা! ‘গৌরী এলো’র নতুন প্রোমো দেখে শোরগোল নেটপাড়ায়

Updated on:

Zee 5 Gouri Elo Serial Shoilo Maa is back after death disiguised as Begger

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত একটি ভক্তিমূলক বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘গৌরী এলো’ (Gouri Elo)। মা কালীর মহিমা নিয়ে তৈরি এই ধারাবাহিকের গল্প সময়ের সাথে সাথেই বেশ কয়েক বছরের লীপ নিয়ে এগিয়ে গিয়েছে এই সিরিয়ালের গল্প।

এখন এই ধারাবাহিকে ঈশান গৌরীর সাথে যোগ দিয়েছে তাঁদের ছোট্ট মেয়ে তারা (Tara)। ধারাবাহিকে এই নতুন সদস্যকে দেখে দুহাত ভরে ভালোবাসা দিচ্ছেন দর্শকরা। যার ছাপ পড়ছে টিআরপি তালিকাতেও। সদ্য সবাইকে তাক লাগিয়ে দিয়ে বেঙ্গল টপার হয়ে বিরাট চমক দিয়েছিল গৌরী এলো।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,নতুন টাইম স্লট,New Time Slot,ঘোষণা,Announced,ঈশান,Ishan,তারা,Tara,শৈল মা,Shaila Ma

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন ইতিমধ্যেই দেখা গিয়েছে ঈশান গৌরী মিলে শৈল মায়ের মুখোশ টেনে খুলে দিয়েছে। তাকে জেলে পাঠিয়ে দিয়েছিল তারা। সম্প্রতি দেখা যাচ্ছে পাগলের মতো ভিখারির বেশে তারার স্কুলের বাইরে বসে থাকে শৈল মা। ইতিমধ্যেই তার সাথে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছে তারা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,নতুন টাইম স্লট,New Time Slot,ঘোষণা,Announced,ঈশান,Ishan,তারা,Tara,শৈল মা,Shaila Ma

এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন একটি প্রোমো। এই প্রোমোতে দেখা যাচ্ছে গৌরীর মেয়ে তারা তার বন্ধুর জন্য ফলমূল আর অন্যান্য খাবার সাজাচ্ছে তার বন্ধুকে দেবে বলে। এরপর বন্ধুর সাথে দেখা করাতে গৌরিকে নিয়ে আসে তারা।

এরপর দেখা যায় ঘোষাল বাড়ির কালী মন্দিরে এসে হাজির এক অচেনা অজানা ভিখারিনী মহিলা। তার মুখের থেকে ঘোমটা সরতেই দেখা যায় সে আসলে শৈলমা। আর তাকে দেখেই বন্ধু বলে ডেকে ওঠে তারা। এই প্রোমো দেখে মনে করা হচ্ছে এবার তারার বন্ধু সেজেই ঈশান গৌরীর নতুন করে ক্ষতি করতে এসেছে শৈল মা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,নতুন টাইম স্লট,New Time Slot,ঘোষণা,Announced,ঈশান,Ishan,তারা,Tara,শৈল মা,Shaila Ma

প্রসঙ্গত নতুন সিরিয়াল ফুলকি আসায় ইতিমধ্যেই  সম্প্রচার শেষ হয়েছে জনপ্রিয় সিরিয়াল মিঠাই-এর। এরফলে আগামী ১২ জুন থেকে বদলে যাচ্ছে গৌরী এলো সম্প্রচারের সময়। আগামীদিনে সন্ধ্যা ৬ টা অর্থাৎ মিঠাইয়ের স্লটে সম্প্রচারিত হবে এই সিরিয়াল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥