আজকাল সকলেই কমবেশি স্মার্টফোন নিয়ে অভ্যস্ত। আর স্মার্টফোন মানেই মিউজিক, মাল্টিমিডিয়া, ইন্টারনেট আরো কত কিছু। আর এর মধ্যে বাদ যায় না গান শোনা। কেউ হেডফোনে গান শোনা পছন্দ করেন তো কেউ আবার বড়সড় স্পিকারে গান বাজাতে চান যাতে সকলে শুনতে পায়। বিশেষত ছোটোখাটো পার্টিতে কি আর একটি মিউজিক না হলে জমে! আর এবার মিউজিকের দারুন এক্সপেরিয়েন্সের জন্য Zebronics লঞ্চ করল তাদের নতুন ওয়্যারলেস স্পিকার Zeb Music Bomb X।
স্পিকারটি যেমন দেখতে সুন্দর তেমনই সুন্দর ও জোরদার আওয়াজ রয়েছে। এটি একটি ব্লুটুথ স্পিকার, যাতে কলিং এর সুবিধাও আছে। সাথে যাতে দীর্ঘক্ষণ মিউজিক শোনা যায় তার জন্য রয়েছে ৪০০০ এমএইচ ব্যাটারি। দেখতেও বেশ আকর্ষণীয় এই এই নতুন স্পিকারটি। ক্যাপসুলের মত ডিজাইনে বানানো হয়েছে এই স্পিকারটি। সাথে রয়েছে এলইডি লাইটস যেটা স্পিকারটিকে আরো আকর্ষণীয় করে তোলে। আসুন Zeb Music Bomb X এর দাম ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।
Zeb Music Bomb X স্পেসিফিকেশন
- এই স্পিকারে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, মাইক্রো এসডি ও এইউক্স সাপোর্ট।
- স্পিকারটি আইপিএক্স ৭ সার্টিফাইড, তাই জলের আশেপাশেও ব্যবহার করা যেতেই পারে স্পিকারটি।
- এই স্পিকারে আছে ৪৫ মিলিমিটারের দুটি ড্রাইভার। যা আরো উন্নত মানের সাউন্ড জেনারেট করে।
- এই স্পিকারে ৪০০০ এমএএইচের ব্যাটারি রয়েছে যা প্রায় ২০ ঘন্টা মিউজিক প্লে ব্যাক দিতে সক্ষম।
- স্পিকারটিতে ৯টি বিশেষ সেটিংস যুক্ত আরজিবি এলইডি ও রিদমিক লাইট রয়েছে।
এই স্পিকারটির দাম রাখা হয়েছে ৫,৪৯৯ টাকা। তবে, বতর্মানে অ্যামাজনে সেলে এই স্পিকারটি মাত্র ২,৯৯৯ তাকাই পাওযা যাচ্ছে। মোট দুটি কালার অপসন উপলব্ধ রয়েছে একটি লাল ও অন্যটি নীল। তাই আপনিও যদি ব্লুটুথ স্পিকার কেনার কথা ভাবেন তাহলে এটাএকবার দেখতেই পারেন।