• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেখতে সুন্দরী, সম্পর্কে আমিরের ভাগ্নি, ষ্টারকিড হওয়াও অভিশাপ জানালেন বলিউডে ব্যর্থ অভিনেত্রী

আমির খানের ভাইঝি জ্যায়েন মেরি খান (Zayn Marie Khan) বলিউডে পা রেখেছেন বেশ কয়েক বছর হয়ে গেল। তবে এখনও নায়িকা হিসেবে দেখা যায়নি তাঁকে। ছোটখাটো চরিত্রেই অভিনয় করেছেন তিনি। তবে এবার সেই অভিনেত্রীই তারকা সন্তান হওয়ার চাপ নিয়ে মুখ খুললেন। সঙ্গে এও জানালেন আমির খানের ভাইঝি (Aamir Khan’s niece) হওয়ার প্রচুর চাপ রয়েছে।

জ্যায়েন হলেন আমির খানের তুতো ভাই এবং নামী চলচ্চিত্রকার মনসুর খানের কন্যা। সম্প্রতি তাঁকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর ‘স্টারকিড’ তকমাটি পছন্দ কিনা। যা নিয়ে একেবারে সোজাসাপ্টা জবাব দেন জ্যায়েন।

   

Zayn Marie Khan says being Aamir Khan’s niece is a huge responsibility

আমিরের ভাইঝি বলেন, তিনি ছোটবেলা থেকেই মেনে নিয়েছেন এটাই তাঁর ব্যাকগ্রাউন্ড। আর তারকা সন্তান হওয়ার যে সুবিধাগুলি তিনি পেয়েছেন, সেগুলিও মেনে নিয়েছেন। জ্যায়েনের সংযোজন, তিনি তাঁর পরিবারের ব্যাকগ্রাউন্ডকে অত্যন্ত সম্মান করেন এবং সেই সঙ্গে যে সুবিধাগুলি পান সেগুলির প্রতিও তাঁর অসীম শ্রদ্ধা রয়েছে। তিনি কোনোদিন সেই সুবিধার নিজের স্বার্থে ব্যবহার করবেন না।

Zayn Marie Khan

এরপরই ‘মিস্টার পারফেকশনিস্ট’এর ভাইঝি হওয়ার কতটা চাপ রয়েছে, তা নিয়ে মুখ খোলেন জ্যায়েন। অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় আমি জানি যে আমার ওপর এই নামের (আমির খান) একটা চাপ রয়েছে। আর আমি যে মানুষদের সঙ্গে জড়িয়ে রয়েছি, তাঁরা যে শুধুমাত্র খুব জনপ্রিয় তাই নয়, তাঁরা তাঁদের কাজটাকেও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন’। জ্যায়েন এরপর জানান, তিনি যদি নিজের কাজের প্রতি ১০০% না দেন, তাহলে তাঁর পরিবারের লোক অত্যন্ত রেগে যান। চরিত্র যতই ছোট হোক না কেন, তাঁকে নিজের সেরাটাই দেওয়ার কথা বলেন বাড়ির সকলে।

Zayn Marie Khan with Aamir Khan

জ্যায়েন সম্প্রতি রেডিওর দুনিয়ায় পা রেখেছেন। ‘দ্রোহ’এর মাধ্যমে শ্রাব্য মাধ্যমে পথচলা শুরু হয়েছে তাঁর। তবে তাঁর অভিনেত্রী হিসেবে ডেবিউ অনেক আগেই হয়ে গিয়েছিল। ‘কাপুর অ্যান্ড সনস’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া নেটফ্লিক্সের ‘মিসেস সিরিয়াল কিলার’ সিরিজেও দেখা গিয়েছিল তাঁকে।

অপরদিকে তাঁর কাকু আমিরের প্রোজেক্টের নিরিখে বলা হলে, তিনি এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’র প্রচারের কাজে ব্যস্ত আছেন। আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সেই সিনেমাটি।